Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, নীলফামারী

প্রকাশিত: ১৩:৩১, ৩০ মার্চ ২০২৪

সম্পত্তির জন্য পিতার লা শ দাফনে ছেলের বাধা

খাটিয়ারায় বাবার লা শ রেখে নিজেই কবরে শুয়ে পড়েন জীবন্ত ছেলে। ছবি- আই নিউজ

খাটিয়ারায় বাবার লা শ রেখে নিজেই কবরে শুয়ে পড়েন জীবন্ত ছেলে। ছবি- আই নিউজ

নীলফামারীতে সম্পত্তির জন্য পিতার লা শ দাফনে পুত্রের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে নীলফামারী জেলা সহ সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

গত ২৯ মার্চ বুধবার নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বালুরটারী এলাকায় ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, মৃত মজিবুর রহমানের দুই স্ত্রী। তিনি জীবিত অবস্থায় ১ম স্ত্রীর তিন পুত্রের মধ্যে তিন শতক এবং ২য় স্ত্রীকে দুই শতক, ছোট ছেলেকে পাঁচ শতক জমি মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করে দেন। জমি রেজিষ্ট্রি না দিয়েই পিতা মজিবুর রহমান মারা যাওয়ায় পিতার জন্য খোঁড়া কবরে ছেলে নওশাদ আলী নিজেই শুয়ে পড়ে দাফনে বাধা দেন। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশের হস্তক্ষেপে মজিবুর রহমানের দাফন সম্পন্ন হয়। 

স্থানীয়রা জানান, সম্পত্তির জন্য পিতাকে কবর দিতে ছেলের বাধা দেওয়ার ঘটনাটি আসলে একটি অ মা ন বি ক এবং দুখঃজনক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়