ইমরান আল মামুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর এ বিষয়টি নিশ্চিত হয়ে গেছে শক্তিশালী মাধ্যম থেকে। আর শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গিয়েছে এবং অনেক জায়গায় বিজয় মিছিল হচ্ছে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। বেশ কয়েকটি দলের মত এখানে অংশগ্রহণ করেছিল দল আওয়ামী লীগ। আর এখানে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে শেখ হাসিনা। একটানা তিন বছরের নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু ঘটনা ঘটে সাম্প্রতিক সময়ের কোটাবিরোধী আন্দোলন নিয়ে। যদিও কোটা সংস্কার আন্দোলন চলমান ছিল বেশ কয়েক বছর আগে থেকেই। কিন্তু ২০২৪ সালের এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রুপ পায়। এরাই ধারাবাহিকতায় জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকেই সারা বাংলাদেশ ধরে একসঙ্গে শুরু হয় এই আন্দোলন। যদিও এটি প্রথমত দাবি থাকে তারপর সেটি আন্দোলনে রূপান্তর হয়। এই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং অন্যান্য সমর্থকদের সংঘর্ষ হয়। এতে করে বেশ কয়েকজন মারা যান। এরপর তাদের দাবি মানা হয় এবং কঠো ৫৬ শতাংশ থেকে ৭ শতাংশ করা হয় এবং প্রজ্ঞাপন জারির কার্যক্রমও চলমান থাকে। এরপরই চলে গ্রেফতার। যার কারণে শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদত্যাগ করেছেন?
আন্দোলন বৃদ্ধি পেতে থাকলে কারফিউ জারি করা হয় এবং সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয়। প্রথম থেকে সুষ্ঠুভাবে চললেও পরবর্তী সময়ে আরো জোরালো হয়। সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের দাবি নয় দফায় চলে যায়। এরপর ৯ দফা দাবি না মেনে নেওয়ার কারণে পরবর্তী সময় এক দফা দাবিতে রুপান্তর করে আন্দোলনকারীরা। তবে এখানে আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করেন সমন্বয়ক। এক পর্যায়ে এর সমন্বয়কদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তখন তাদের দিয়ে একটি বিবৃতি জানানো হয়। কিন্তু সাধারণ আন্দোলনকারীরা তার মানেন না। তাদের দাবি থাকে তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে এমনকি তাদেরকে চাপ প্রয়োগ করে এই বিবৃতি জানানো হচ্ছে। এরই মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং ডিবি হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর সমন্বয়করা বের হয়ে এক দফা আন্দোলনের জন্য ডাক দেয়। এটাকে সারা দেয় সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনতারা। আর অবশেষে আজ ৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। যদিও এর মধ্যে তিনি কার্পে জারি করেছিলেন শিক্ষার্থীরা তা উপেক্ষা করে একদিন এগিয়ে ৫ তারিখে কারফিউম ভেঙ্গে লং মার্চ করেন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এ বিষয়টি জানার পর আন্দোলনকারীরা উচ্ছ্বাস পালন করেন আর গণভবনের দিকে ছুটে যান। পদত্যাগের সঙ্গে তিনি দেশ ত্যাগ করেন। তবে কোন দেশে অবস্থান করছে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বাংলাদেশসহ আন্তর্জাতিক বিশ্বে মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে যায়। পরবর্তী সময়ে কার হাতে ক্ষমতা যাবে এবং কিভাবে সে বিষয় সম্পর্কে সকল নিউজ পেতে হলে আই নিউজের সঙ্গে থাকুন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা