মো. রওশান উজ্জামান রনি
ইউরোপ
ইউরোপের কোন দেশে সর্বনিম্ন মজুরি কত? ঘণ্টাপ্রতি আয় কেমন?
ইউরোপের বেতন | ছবি আই নিউজ
বাঙালিসহ বিশ্বের নানা প্রান্তের অনেকের কাছে ইউরোপ মানেই এক স্বপ্নের ঠিকানা। কারণ দীর্ঘদিন ধরে উন্নত জীবনমান, কাজের সুযোগ এবং মূল্যায়ন ভাল পারিশ্রমিক, শিক্ষা ও গবেষণার বিস্তর সুযোগ সে সব দেশে থাকায় মানুষ ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন দেখে।
জেনে আসি ২০২৪ সালে ইউরোপের কোন দেশে সর্বনিম্ন মজুরি কেমন? ইউরোপ মহাদেশে মোট দেশ রয়েছে পঞ্চাশটির মতো। সেসব প্রতিটি দেশের মজুরি কিন্তু একরকম নয়৷ ইউরোপ মহাদেশে অনেক দেশ আছে যেসব দেশের মানুষের গড় আয় খুব কম। আবার এমন অনেক দেশ আছে যেখানে মানুষের মাসিক আয় গড়ে €১৫০০ বা 1,75,000 টাকার মতো। আবার ইউরোপের ৫০ দেশের মধ্যে ২৭ দেশ নিয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন জোট। এটি একটি আঞ্চলিক জোট, যারা তাদের বাজার, অর্থনীতি এবং ঐতিহ্য ভাগাভাগি করে এবং এই জোটভুক্ত ২৭ দেশের মধ্যে কোনও সীমান্ত বাধা নেই।
ইউরোপের কোন দেশের মজুরি কেমন ; ইউরোপে বসবাসকারী মানুষের গড় আয়, জীবনযাত্রার মান দেশগুলোতে সরকারি ভাবে সর্বনিম্ন বেতন কাঠামো ইত্যাদি বিবেচনা করে ইউরোস্ট্যাট নামক ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা প্রকাশ করেছে ইউরোপের কোন দেশের মজুরি কেমন। আমরা সেই তথ্য ধরেই দেশগুলোর পরিচিতি তুলে ধরছি। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমাদের কিছু কিছু দর্শক আছেন, যারা এই সব তথ্য মেনে নিতে চান না, তাদের ধারনা আমরা এই সব মনগড়া তথ্য দেই। কিন্তু বরাবরই আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য ছাড়া কোনো প্রতিবেদন তৈরি করি না। যাহোক, ইউরোস্ট্যাট ইউরোপের যে ছয়টি দেশকে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল বলছে তা দিয়ে শুরু করা যাক।
ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ; ফ্রান্স, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে ছবির দেশ কবিতার দেশ ফ্রান্স। ফ্রান্স হলো আইফেল টাওয়ারের দেশ, লুভর মিউজিয়াম কিংবা অসংখ্য ক্যাথিড্রালের এক স্বপ্নপুরী এই দেশ। যার রাজধানী প্যারিস। আর এই প্যারিস হল বিশ্বের শিল্প ও সাহিত্যের রাজধানী। সরকারিভাবে দেশটির ফ্রান্স প্রজাতন্ত্র নামে পরিচিত। আগেই উল্লেখ করেছি, দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির উত্তরপূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। ফ্রান্সের আয়তন ৬ লাখ ৪৩ হাজার আটশ এক বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর মধ্যে ৪৮ তম দেশ। এই দেশে সরকারি ভাবে সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ করা আছে। সেই মজুরির হার অনুযায়ী এখানে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি একহাজার পাঁচশত পঞ্চান্ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১,৮০,০০০ টাকার মতো।
জার্মানি, জার্মানি কে বলা হয় ইউরোপের প্রধান শিল্পোন্নত দেশ। .১৬ টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন এই দেশ। জটিল এক ইতিহাসের ধারক জার্মানি। তবে এর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। জার্মানির মোট আয়তন ৩,৫৭,০২২ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৩,৪৯,০০০ দুইশ ২৩ বর্গ কিলোমিটার স্থলভাগ আর বাকি সাত হাজার সাতশ নিরানব্বই বর্গ কিলোমিটার জলভাগ। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির রাজধানী বার্লিন। জার্মানির উত্তর সীমান্তে উত্তর সাগর ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অষ্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স লুক্সেমবুর্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ড অবস্থিত। আঠারোশো একাত্তর সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। আঠারোশো ১৫ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং আঠারোশো ছয় সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল। সরকারি হিসেবে জার্মানিতে মাসিক সর্বনিম্ন মজুরি €১৬১৪ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১,৮৫,০০০ টাকার মতো৷ অর্থাত্ ফ্রান্সের চেয়ে এখানে ন্যূনতম মজুরি বেশি।
বেলজিয়াম, সরকারিভাবে বেলজিয়াম রাজতন্ত্র নামে পরিচিত। দেশটি উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত। বেলজিয়ামের আয়তন ৩০৫২৮ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের ১৩৯ তম রাষ্ট্র এটি। আয়তনে ছোট হলেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক দেশ বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেল্সে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। এখানে প্রচলিত মুদ্রার নাম ইউরো। দেশটির উত্তরে উত্তর সাগর ও নেদারল্যান্ডস, পূর্বে জার্মানি, লুক্সেমবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত। ইউরোপের ভৌগোলিক মিলনস্থলে। বেলজিয়ামের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই কারণে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে বহু যুদ্ধ হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, দেশটিতে ন্যূনতম মাসিক মজুরি €১৬২৬ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১,৮৫,০০০ টাকার বেশি।
নেদারল্যান্ড, গত হাজার বছরে অসংখ্যবার নাম বদলেছে যে দেশটির তার নাম নেদারল্যান্ড। কখনও দ্যা রিপাবলিক, কখনও দ্যা ইউনাইটেড স্টেটস অব বেলজিয়াম আবার কখনও দ্যা কিংডম অব হল্যান্ড ইত্যাদি নানা নাম ছিল এই দেশটির। নেদারল্যান্ডস এর পূর্বে জার্মানি, দক্ষিণে বেলজিয়াম, উত্তর পশ্চিমে উত্তর সাগর। এই সমুদ্রের সঙ্গে বেলজিয়াম, যুক্তরাজ্য ও জার্মানির সীমান্ত রয়েছে। দেশটির রাজধানীর নাম আমস্টারডাম। আই আমস্টারডাম ইংরেজিতে অনেক সময় এভাবে ভেঙে লেখা হয় আমস্টারডামের নাম। পৃথিবীর সবচেয়ে বেশি পানির শহর নেদারল্যান্ডসের রাজধানী। ভাসমান এই শহরটিকে উত্তরের ভেনিস ও বলা হয়। আনন্দ পিপাসু, ভ্রমণপ্রিয় ইতিহাসের খোঁজে ঘুরে বেড়ানো মানুষ সবার কাছে আমস্টারডাম এক কাঙ্খিত শহর। একদিকে ইতিহাসকে ধারণ করা, অন্যদিকে আধুনিক জীবনের সবকিছু দিয়ে সাজানো হয়েছে আমস্টারডামকে। পুরো শহরে রয়েছে একশ ১৬৫ টি খাল পথ। সবগুলোই চোখ জোড়ানো। টিউলিপ ফুলের জন্য আমস্টার্ডাম খুবই বিখ্যাত। লাল হলুদে সাজানো টিউলিপ ফুলের বাগান যেন একেকটা স্বর্গীয় ফুলের উদ্যান। বর্ণিল ফুলের বনে মন হারাবে যে কারও। সুখী সমৃদ্ধ নিরাপদ প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছলতা, আইনের শাসন, জীবিকার নিশ্চয়তা, ধর্মীয় স্বাধীনতা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সৃজনশীলতা, সংস্কৃতি ইত্যাদি সব সূচক দেখেই মানুষ অন্য একটি দেশকে ভালোবাসে। নেদারল্যান্ডসকে মানুষ ভালোবাসে এ কারণেই। নেদারল্যান্ডসের সর্বনিম্ন মাসিক মজুরি €১৬৮৫ ইউরো যা ১,৯০,০০০ টাকার বেশি। এতক্ষণ যে চারটি দেশের কথা বললাম, ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী এসব দেশের চেয়ে ন্যূনতম মজুরি বেশি আয়ারল্যান্ডে এবং লুক্সেমবার্গে। আয়ারল্যান্ডে €১৭২৪ ইউরো এবং লুক্সেমবার্গকে মাসিক ন্যূনতম মজুরি ২,২০০২ ইউরো।
পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে এখনও ন্যূনতম বেতন কাঠামো তৈরি করা হয়নি। যেমন ইউরোপের সাইপ্রাস, অস্ট্রিয়া, ইতালি, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেন। এই কারণে এই সব দেশকেই মজুরি তালিকায় রাখেনি ইউরোস্ট্যাট। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকায় গ্রেট ব্রিটেন ও সুইজারল্যান্ডও এই তালিকায় নেই। কিন্তু দেশগুলোর সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মজুরি বিবেচনা করলে দেখা যায়, গ্রেট ব্রিটেন সরকারের সবশেষ আইন অনুযায়ী দেশটিতে কাজ করা ২৫ কিংবা তার অধিক বয়সী সকল নাগরিকের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ৮.২১ ব্রিটিশ পাউন্ড। ২১ থেকে ২৪ বছর বয়সি সকল নাগরিকের ক্ষেত্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ৭.৭ ব্রিটিশ পাউন্ড। এই হিসেবে গ্রেট ব্রিটেনে বসবাসরত অধিবাসীদের মাসিক ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৮৪ থেকে €১৫০০ ইউরো পর্যন্ত। অর্থাত্ ১,৫০,০০০ টাকার মতো।
পৃথিবীতে সবচেয়ে বেশি মজুরি দেওয়া দেশ ; শুধু ইউরোপ নয়, পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মজুরি দেয় এমন দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি €২৫৪৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২,৫০,০০০ টাকার বেশি। তবে সুইজারল্যান্ডের অন্যতম প্রসিদ্ধ প্রশাসনিক এলাকা জেনেভাতে মজুরি অনেক বেশি। সেখানে যে কোনও কাজের ক্ষেত্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৩ সুইস ফ্রাংক বা ২২ ইউরো৷ এই হিসেবে জেনেভায় যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি দাঁড়াচ্ছে €৩৬৯২ ইউরো। মানে মাসে ৪,৭৫,০০০ টাকার মতো। ন্যূনতম মজুরি হিসেবে যা এখন পর্যন্ত পৃথিবীতে নির্ধারিত সবচেয়ে বেশি বেতন কাঠামো।
ইউরোপে বেতন কম কোন দেশে? ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রার মান ও গড় আয়ের দিক থেকে পূর্ব ইউরোপের দেশগুলো অনেক পিছিয়ে। ন্যূনতম মাসিক মজুরি দিক থেকে সবার চেয়ে পিছিয়ে পূর্ব ইউরোপের দুই দেশ বুলগেরিয়া ও হাঙ্গেরি। বুলগেরিয়া তে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি €৩৩২ ইউরো এবং হাঙ্গেরিতে বসবাসরত অধিবাসীদের মাসিক ন্যূনতম মজুরি ৪৪২ইউরো। এছাড়া রোমানিয়াতে €৪৫৮ইউরো, লাটভিয়াতে পাঁচশ ইউরো, ক্রোয়েশিয়াতে €৫৬৩ইউরো, চেক প্রজাতন্ত্রে €৫৭৯ইউরো, এস্তোনিয়াতে €৫৮৪ইউরো, পোল্যান্ডে €৬১৪ইউরো, স্লোভাকিয়াতে ৬২৩ ইউরো, এবং লিথুয়ানিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৬৪২ইউরো। ইউরোস্ট্যাট এর জরিপে মাসিক ন্যূনতম আয় বিবেচনায় পূর্ব ইউরোপের এই সকল দেশকে ইউরোপের দরিদ্রতম দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘন্টা হিসেবে এই সকল দেশের মানুষের ন্যূনতম মজুরি গড়ে দুই থেকে ৪.২৫ ইউরো। অর্থাৎ আড়াইশ থেকে মাত্র পাঁচশ টাকা ঘণ্টায়।
জেনে নিন ইউরোপের কোন দেশে বেশি বেতন? এসব দেশ থেকে কিছুটা এগিয়ে আছে গ্রিস, পর্তুগাল, মাল্টা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন। এই পাঁচ দেশকে ইউরোপের মধ্যবিত্ত দেশ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোস্ট্যাট। এসব দেশের মানুষের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন মজুরি গড়ে সাতশ থেকে এগারোশ ইউরোর মধ্যে। ঘণ্টায় হিসাব করলে গড়ে এসকল দেশের মানুষের যে কোনও কাজের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি সাড়ে চার থেকে €৭ ইউরো। অর্থাৎ ৫০০ থেকে ৮৫০টাকা ঘণ্টায় মজুরি।
আই নিউজ/আর
আরও পড়ুন
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি