Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

১৩ মার্চ নয়, ১৭ মে খুলছে ঢাবির হল

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামী ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মে খোলা হবে ঢাবির হল। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করবে ১৭ মের পূর্বে। শিক্ষামন্ত্রীও এ কথা বলেছেন। এই কারণে ১৭ মে থেকে শিক্ষার্থীদের আবাসিক হলে ওঠানোর উদ্যোগ নেব। প্রথম ডোজের চার সপ্তাহ পরে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

উপাচার্য বলেন, হলে ওঠার প্রস্তুতি নিতে দুই সপ্তাহ সময় লাগে। সে জন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মে’র দুই সপ্তাহ পর থেকে পরীক্ষা ও স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।

আগে ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল তা আর থাকছে না। কারণ এগুলো শিক্ষার্থীদের হলে ওঠার সঙ্গে সম্পৃক্ত। অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না। এগুলো স্থগিত করা হলো।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বড় কোনো পরীক্ষা এখন নেব না। বিভাগীয় পর্যায়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের সম্মতি, সামর্থ্য ও সুরক্ষা লাগবে। এখন হল খোলার জন্য টিকা নেওয়া পূর্বশর্ত। এ বিষয়গুলো এখন একেবারেই বিভাগীয় পর্যায়ে সীমিত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়