Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০৫, ২৩ নভেম্বর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর

আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষা। শুধু নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।

মঙ্গলবার বাউবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু শুক্র ও শনিবার সকাল এবং বিকেলে এ পরীক্ষা হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাতদিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

আরও পড়ুন : ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫ শতাংশ

পরীক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে।

২. পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

৩. মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

৪. পরিচয়পত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না।

৫. সময়সূচির সঙ্গে প্রশ্নেপত্রে উল্লেখিত সময়ের গড়মিল পাওয়া গেলে প্রশ্নপত্রের সময়ই চূড়ান্ত বলে ধরা হবে।

আরও পড়ুন : জানুয়ারিতে হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়েছিল। মঙ্গলবার ওই পরীক্ষার শেষ দিন ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ