রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
জবি বাঁধনের সভাপতি মাহিয়ান, সম্পাদক রাসেল

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন' জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের কার্যকরি কমিটি-২০২২ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে আইন বিভাগের ২০১৭-১৮ সেশনে শিক্ষার্থী মাহিয়ান এ কে মাহমুদ, বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের রাসেল আকন্দ সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিশি দায়িত্ব পেয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় বাঁধনের অফিসে বাঁধন জবি ইউনিটের প্রধান শিক্ষা উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান এই কমিটির ঘোষণা দেন এবং সদ্য সাবেক সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।
আরও পড়ুন- ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এটি জবি ইউনিটের ১৬ তম কার্যনির্বাহী কমিটি। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহনাজ পারভীন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াজ ভূইয়া, কোষাধ্যক্ষ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান, তথ্য ও শিক্ষা সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. আলেমা খাতুন।
আরও পড়ুন- ‘সংক্রমণের হার কমলে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পল্লব কুমার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা, গণিত বিভাগের বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ দাস, ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু রায়হান রতন।
নতুন কমিটির সভাপতি মাহিয়ান এ কে মাহমুদ বলেন, আমরা বাঁধন মানুষের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। করোনা মহামারীর ধকল কাটিয়ে আমরা কর্মীরা বাঁধনকে এগিয়ে নিয়ে যাবো।
সাধারণ সম্পাদক রাসেল আকন্দ বলেন, যে মহৎ লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠনের অগ্রযাত্রা সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ১১ দফা নির্দেশনা
সদ্য সাবেক সভাপতি তাসনিম জান্নাতি বলেন, করোনাকালীন সময়েও আমরা ১০৮৮ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে পেরেছি। তিনবার ব্লাড গ্রুপিং করে নতুন ডোনার তৈরি করতে পেরেছি। এই সংখ্যাগুলো আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করবো নতুন কমিটি থেকে।
উল্লেখ্য যে, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন’ যাত্রা শুরু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ০২ মে, ২০০৬ সাল থেকে এর কার্যক্রম শুরু করে।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা