Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ২৪ জানুয়ারি ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্য‌মের প্রগতিশীল চিন্তাধারার, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সংগঠন‌টির সভাপ‌তি জাহিদুল ইসলাম সাদেক এসব তথ্য জানান।

জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক জানান, জবি প্রেসক্লাবে নতুন নেতৃত্বের ধারাবা‌হিকতায় সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আজ নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদ‌র্শে গড়া এক‌টি সাংবা‌দিক সংগঠন। সত্য প্রকা‌শে প্রেসক্লাব কখ‌নো আ‌পোস ক‌রে না।

বৃহস্পতিবার বিকেলে ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ২২ জানুয়ারি দুপুর ১২ টায় মনোনয়ন ফরম পূরণের সময়সীমা হিসেবে ঘোষণা করা হয়। ২২ জানুয়ারি বিকাল ৪ টায় প্রার্থীতা যাচাই ও প্রকাশ করা হয়।

২৪ জানুয়ারি রোজ সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩ টা ৩০ মিনিটে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের পত্রিকার রিপোর্টার মোস্তাকিম ফারুকী ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমান। 

সহ সভাপতি পদে লড়বেন আরটিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ফয়সাল আরেফিন, দৈনিক আস্থার নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের জবি প্রতিনিধি আরমান হাসান, দ্য রিপোর্টের জবি প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, দৈনিক সবুজ বার্তার আলিমুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে লড়বেন এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, বাংলাভিশন ডিজিটালের মো. সুমন, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিউজবাংলা ২৪ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেরাবুল ইসলাম সৌদিপ, সময় ট্রিবিউনের জবি প্রতিনিধি শিবলী নোমান খান।

দুইটি কার্যনির্বাহী সদস্যের বিপরীতে লড়বে রাইজিং বিডির মো. মেহেদী হাসান, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে নির্বাচন সমন্বয়ক জগেশ রায় বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় আগামীতে সুন্দর নেতৃত্বের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সকলকে আহ্বান করছি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু বলেন, আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গতিশীল নেতৃত্ব নির্বাচিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেবে।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদের মশাল মিছিল

Green Tea
সর্বশেষ