Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৯:২৩, ২৫ জানুয়ারি ২০২২

ঢাকায় আটক শাবির ৫ সাবেক শিক্ষার্থীকে সিলেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

রাজধানী ঢাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের সিলেটে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। সিলেটে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটক পাঁচ সাবেক শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ গণমাধ্যমকে জানান, ‘ঢাকায় আটক ৫ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দেওয়ার বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

আটককৃতদের পরিবার অভিযোগ করে জানায়, শাবির আন্দোলনে শিক্ষার্থীদের অর্থ জোগান দেওয়ায় তাদের গ্রেফতার করে নিয়েছে পুলিশ।

হাবিবুর বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।

আইনিউজ/এসডি

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদের মশাল মিছিল

Green Tea
সর্বশেষ