Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ২৮ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:১৭, ২৮ জানুয়ারি ২০২২

শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আহবান আন্দোলনকারীদের

প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আহবান আন্দোলনকারীদের

প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আহবান আন্দোলনকারীদের

পুলিশি হামলায় আহত ও অসুস্থ অনশনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আলোচনার জন্য আসার অনুরোধ জানিয়েছেন তারা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলে তারা। এ সময় তারা রবিবার (১৬ জানুয়ারি) পুলিশি হামলার ঘটনায় আহত এবং অনশনরত অবস্থায় অসুস্থ সকলের চিকিৎসার ব্যয়ভার বহন করায় প্রথমেই  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষা মন্ত্রনালয় দ্বারা তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়েছে। তাছাড়াও তারা বলেন, 'পুলিশের শটগানের স্প্রিন্টারে গুরুতর আহত সজল কুন্ডকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সকল ব্যবস্থা করা হয়েছে। সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের মূল দাবিসহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা সকল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি'।

'আমরা শাবিপ্রবির শিক্ষার্থীরা দেখেছি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার এক প্রেস ব্রিফিংয়ে আমাদের দাবি ও সমস্যা প্রসঙ্গে আলোচনার উদ্দেশ্য শাবিপ্রবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করায় শাবিপ্রবির সকল শিক্ষার্থীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতোমধ্যে, শিক্ষার্থীরা তার সামনে উপস্থাপনের জন্য বেশকিছু সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি'।

আন্দোলনের ব্যাপারে জানতে চাওয়া ঘলে তারা জানান যে, অনশন ও অবরোধ কর্মসূচি থেকে সরে আসা হলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। তবে আন্দোলনে থাকবে ভিন্নতা।

আইনিউজ/এমজিএম

প্রেস ব্রিফিং দেখুন -

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীরা

Green Tea
সর্বশেষ