Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২২

স্কুল-কলেজের চলমান ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

অফিস আদেশে বলা হয়, ‘করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। এসময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’

আরও পড়ুন- বাংলা একাডেমির নতুন সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন

এর আগে বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বাড়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়। যা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে দৈনিক করোনা শনাক্ত ১৩ হাজারের ওপরে। এছাড়া করোনায় মৃত্যুর সংখ্যাও টানা চারদিন ধরে ৩০-এর উপরে রয়েছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরামর্শক কমিটি ও সরকার দ্বিধায় রয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সর্বশেষ