শাবি প্রতিনিধি
আপডেট: ০০:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক রিজভীর উপর হামলার বিচার দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব' এর সদস্য হাবিবুল হাসান রিজভীর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবি প্রেসক্লাব।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ ও যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আমরা জেনেছি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও বার্তা সংস্থা ইউএনবি এর শাবি প্রতিনিধি হাবিবুল হাসান রিজভী পারিবারিক কাজে নিজ এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থান করছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে রিজভীর উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় ছাত্রলীগ নেতা আলিফ আরাফাত আলভীসহ কতিপয় সন্ত্রাসী হামলা চালায়। এসময় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মারধরের পর তার ২টি মোবাইল ফোন ও বাসায় থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে হামলার শিকার রিজভীকে প্রতিবেশী কয়েকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন- শাবিতে নতুন প্রক্টর
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্মরত একজন সাংবাদিকের উপর এরূপ কাপুরুষোচিত হামলা সাংবাদিক মহলের জন্য উদ্বেগজনক। আমরা বিশ্বাস করি যে, স্থানীয় প্রশাসন অতি সত্ত্বর শাবি প্রেসক্লাব সদস্যের উপর হওয়া বর্বোরোচিত এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানান তারা।
আইনিউজ/জিএম ইমরান/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা