Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হলে উঠবে জবি ছাত্রীরা : প্রভোস্ট

সকল জটিলতার অবসানের পর আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রী উঠাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার আগে খুব শীঘ্রই ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

তিনি বলেন, আমরা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রীদের হলে তুলবো। এই দিনে কাজটি না করতে পারলে আমাদের এতদিনের পরিশ্রম বৃথা। তার আগে আমরা অনতিবিলম্বে ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিবো। প্রত্যেক ছাত্রীর জন্য সিট নাম্বারসহ নির্দিষ্ট সিট বরাদ্দ থাকবে।

আরও পড়ুন- ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না’, ভিসিকে শাবি শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে প্রতি রুমে চার সিটে একজন করে মোট চারজন তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা যায় এতে একটা বিশাল অংশ বাদ পড়ে যাচ্ছে। এখন আমরা চিন্তা করতেছি প্রতি সিটে দুইজন করে এক রুমে মোট ৮ জন ছাত্রী তোলার, যদিও সেটা এখনও ফাইনাল করা হয়নি। যদি হয় তবে আমরা ১৫৬ টি কক্ষে আটজন করে মোট ১২৪৮ জন ছাত্রী উঠাতে পারবো যা পূর্বের সংখ্যার দ্বিগুণ এবং এভাবে ছাত্রীদের কোনোরকম অসুবিধা হবে না।

আরও পড়ুন- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর কোনো নীতিমালা ছাড়াই এবং নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ না করেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ১৬ তলা বিশিষ্ট হলটির ১৫৬ টি কক্ষে চারজন করে হলে মোট ৬২৪ জন ছাত্রী থাকতে পারবেন এবং ৮ জন করে হলে মোট ১২৪৮ জন ছাত্রী থাকতে পারবেন।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ