Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৫, ২২ মার্চ ২০২২

খাবারের মান বাড়ানোর প্রতিশ্রুতি শাবির শাহপরান হল প্রভোস্টের

ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান। 

রোববার (২০ মার্চ) রাত ৮ টার দিকে হলটির ডাইনিং ও ক্যাফেটেরিয়া পরিদর্শনে যান প্রভোস্ট বডি। এ সময়, শিক্ষার্থীরা খাবারের মান বাড়ানোর কথা বললে, সোমবার (২১ মার্চ) থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন হল প্রশাসন। 
 
এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলটির কনফারেন্স রুমে এক আলোচনা সভা করা হয়।

আরও পড়ুন- ‘তুমি’ সম্বোধন করায় শিক্ষার্থীকে মারধর কুবি ছাত্রলীগ নেতার

যেখানে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, র‍্যাগিং কার্যক্রমের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ এ ধরণের কাজে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হবে। কেউ যেন এ ধরণের কাজে জড়িয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত না করে সেজন্য শাবির শাহপরান হলের আবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, নবাগত শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কে সচেতন থাকে সে বিষয়ে বলেন তিনি।

প্রভোস্টদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার বণিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদার। 

আরও পড়ুন- শাবির চাঁদপুর এসোসিয়েশনের সভাপতি নাঈম, সম্পাদক অয়ন

এছাড়া, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান স্বাধীন।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ