Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ২৩ মার্চ ২০২২

শাবিতে ফিল্ম মেইকিং বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'দ্য আর্ট অব ভিজ্যুয়াল স্টোরি টেলিং ইন ফিল্ম মেকিং'শিরোনামে কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বিষয়টির উপর আলোচনা করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অনিমেষ আইচ।

বুধবার (২৩ মার্চ)  বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি' এর ১০০৬ নম্বর রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

'চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ' এবং বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটির' যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান 'চোখ ফিল্ম সোসাইটি'র  সভাপতি ফাহিম আল হৃদয়।

তিনি বলেন, এ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে ভিজ্যুয়াল গল্প বলার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। এছাড়া, কর্মশালার শেষে সফল অংশগ্রহণকারী পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

আইনিউজ/জি এম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ