Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ২৩ মার্চ ২০২২
আপডেট: ২২:৫৮, ২৩ মার্চ ২০২২

শাবির কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় বিগত কমিটি নতুন এ নেতৃত্ববৃন্দের কাছে অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, ৯ মার্চ (বুধবার) রাত সাড়ে ১১ টায় কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে সমান সংখ্যক ভোট পেয়ে যৌথভাবে দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১ম বছরের জন্য মো. তাজুল ইসলাম ও ২য় বছরের জন্য মো. ছাদেক আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রমজান আহমদ।

নির্বাচিতদের মধ্যে অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি মো. আবু তাহের, যুগ্ম সম্পাদক মো. সামসুল হক, সহ দফতর সম্পাদক মোছা. আলেয়া খাতুন, কোষাধ্যক্ষ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুমেল ইসলাম, প্রচার সম্পাদক শ্রী সুনীল রায়, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন দফতর সম্পাদক নিরঞ্জন বাসপার, সহ-কোষাধ্যক্ষ লক্ষণ সমাদ্দর, সহ-প্রচার সম্পাদক অনন্ত চন্দ্র দাস।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহাম্মদ আলী (১ম), মো. মানিক মিয়া (২য়) এবং মো. রাজীব মিয়া (৩য়)।

আইনিউজ/জি এম ইমরান/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ