Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

মুহাম্মদ রওশন জামিল, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ৩১ মার্চ ২০২২
আপডেট: ২৩:৪৯, ৩১ মার্চ ২০২২

মাভাবিপ্রবিতে হয়ে গেলো আরডিএ’র শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এলাকা ভিত্তিক সংগঠন 'রংপুর ডিভিশনাল এসোসিয়েশন' কতৃক এক নবীনবণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  হয়েছে বুধবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর রংপুর বিভাগের ৮ টি জেলার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সংগঠনের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করছেন মাভাবিপ্রবির রংপুর বিভাগের প্রায় ২৫ জন বিশ্ববিদ্যালয়ের  ইএসআরএম গ্যালারিতে অনুষ্ঠিত হয় এবং রংপুর বিভাগ হতে আগত প্রায় ১৫০ জন  (মাভাবিপ্রবি) ছাত্র ছাত্রীর নবীনদের বরণ করে নেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের  কৃতি শিক্ষক অধ্যাপক ড. মো. মাসুদার রহমান (সাধারণ সম্পাদক,শিক্ষক সমিতি মাভাবিপ্রবি), সহযোগী অধ্যাপক ড. মো. রোস্তম আলী (যুগ্ম সম্পাদক, শিক্ষক সমিতি মাভাবিপ্রবি), সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মৃণাল চন্দ্র বর্মন, প্রভাষক মো. শেখ শাহজাহান, প্রভাষক মো. নাসির উদ্দীন, প্রাভাষক মো. সিরাজ উদদৌলা শামীম, প্রভাষক খাইরুন নাহার মুন্নি। 

আরও পড়ুন- জবির একমাত্র ছাত্রী হলের অর্ধশতাধিক ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিবিড় পাল ও মানিক শীল। বর্তমানে উক্ত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন পঞ্চগড় জেলার, পদার্থ বিজ্ঞান বিভাগের মো. আরব হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্বে গাইবান্ধা জেলার বিজিই বিভাগের মো. রাকিবুল হাসান।

RDA ছাত্র সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। বন্যা ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ,গরীব অসহায় ও দুস্থদের সাহায্য ইত্যাদি ইত্যাদি।  ২০১৮ সালের বন্যায় RDA কর্তৃক প্রায় ২ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয় এবং ২০১৮ সালের প্রচন্ড শীতে উত্তরের  জেলা কুড়িগ্রামে প্রায় ১ লাখ টাকার কম্বল বিতরণ করে ও বিভিন্ন সামাজিক কর্ম  কান্ডে অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. আরব হোসেন।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/এসডিপি  

 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সর্বশেষ