Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

জিএম ইমরান, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ৭ এপ্রিল ২০২২
আপডেট: ১৩:৫৭, ৭ এপ্রিল ২০২২

হটলাইন সেবা চালু করলো শাবির প্রক্টর অফিস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য চালু করা হয়েছে হটলাইন সেবা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে হটলাইলন সেবা চালু করা হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে প্রক্টরদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে নাও পেতে পারে বা কোনো কারণে সেই কল মিস হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে সার্বক্ষণিক সেবা দেওয়ার সুবিধার্তে ০১৯১১২৪১৩৮২, ০১৯১১২৪১৩৮৮, ০১৯১১২৪১৩৯১ এই নাম্বারগুলোতে হটলাইন সেবা চালু করা হয়েছে। 

উল্লেখ্য, শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে যেকোনো সময় ওই নাম্বারেগুলোতে কল দিয়ে  প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগ করতে পারবে বলে তিনি জানান।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ