Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১৪ এপ্রিল ২০২২

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল)  সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা’র মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে আলোচনার সভার মধ্য দিয়ে শেষ হয়।

বাংলা নববর্ষের উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটা বাঙালির জাতির গর্ব, আজকের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। প্রতিটি ধর্ম বাঙালিবজাতির সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম ধর্মও স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে থাকেন। আমরা আমাদের বাঙালির সংস্কৃতিকে পুরো বিশ্বে এগিয়ে নিয়ে যাব। 

এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ