Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১৭ এপ্রিল ২০২২

চলন্ত বাসে দুই নারী শিক্ষার্থীর জামা কেটে দেওয়ার অভিযোগ

সাভারে চলন্ত বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই নারী শিক্ষার্থীর জামা কেটে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় হারুন অর-রশীদ (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক হওয়া হারুনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই দুই শিক্ষার্থী ঢাকার আজিমপুর এলাকায় যাওয়ার উদ্দেশ্য জাহাঙ্গীরনগর থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি সাভারের হেমায়েতপুর এলাকায় পৌছলে পেছনে থাকা ওই ব্যক্তি তাদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পেছনে হাত দিয়ে দেখেন তাদের জামার বেশ কিছু অংশ কাটা। এ সময় ওই ব্যক্তি তাড়াহুড়া করে জানালা দিয়ে কাটার ফেলে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা ও বাসের অন্যান্য যাত্রীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়।

সেখান থেকে অভিযুক্ত হারুন অর-রশিদকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

তিনি বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আটক ব্যক্তির নামে মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হবে।”

এর আগে ২০১৭ সালেও গণপরিবহনে এমন হয়রানির অভিযোগ জানিয়েছিলেন একাধিক নারী। ওই বছরের নভেম্বরে এমন এক অভিযুক্তকে ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন এক ভুক্তভোগী।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ