Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

মুহাম্মদ রওশন জামিল, মাভাবিপ্রবি

প্রকাশিত: ১৪:৪০, ২৮ মে ২০২২
আপডেট: ১৪:৪২, ২৮ মে ২০২২

পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান করার দাবি জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

শনিবার (২৮ মে) মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। জাতীয় পে স্কেল ২০১৫ কার্যকরের পর থেকে বন্ধ থাকা পিএইচডি ডিগ্রীর জন্য দেওয়া সরকারের এ সুবিধাটি বন্ধ থাকায় শিক্ষক সমিতি হতাশা প্রকাশ করেছে।

এ বিবৃতিতে বলা হয়েছে, ইউজিসির এক অডিট আপত্তির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডির জন্য দেওয়া সুবিধাটি বন্ধ হলেও সরকারের অন্যান্য সংস্থাগুলোতে এখনো চালু রয়েছে। বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা ও উদ্ভাবন হয়ে থাকে সেখানে গবেষণাকে নিরুৎসাহিত করার মত এরকম সিদ্ধান্ত সত্যিকার অর্থে হতাশার জন্ম দেয়।

এতে আরো বলা হয়, মাভাবিপ্রবি শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট  প্রদানের স্থগিতাদেশ প্রত্যাহার এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি অগ্রিম  ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির জোরালো দাবি জানাচ্ছে।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/পিয়া

Green Tea
সর্বশেষ