Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ২৯ মে ২০২২

মাথায় হেলমেট থাকায় কিছু হয়নি : আহত সেই ছাত্রলীগ নেত্রী

ছাত্রদলের সাথে ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদারের হেলমেট মাথায়, লাঠি হাতে ছবি ভাইরাল হয়। ছবি- টিডিসি

ছাত্রদলের সাথে ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদারের হেলমেট মাথায়, লাঠি হাতে ছবি ভাইরাল হয়। ছবি- টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সারাদেশে আলোচনার সৃষ্টি করেছে। এই আলোচনায় উঠে এসেছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদারও। মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে সংঘর্ষের মধ্যে তার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরে তিনি ছাত্রদলের হামলায় আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে। 

বৃহস্পতিবার (২৬ মে) ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে তার উপর হামলার বিষয়টি জানায় ছাত্রলীগ।

তিলোত্তমা শিকদার গণমাধ্যমকে জানান, সেদিন বিভিন্ন হলগুলো বিভিন্ন পয়েন্টে দাঁড় করিয়ে আমরা ১৫-২০ জন কেন্দ্রীয় নেতা শহীদ মিনার থেকে কার্জনের দিকে যাচ্ছিলাম। তখন শুনি ছাত্রদল আসছে। পরে শহীদুল্লাহ্ হলকে ডাক দিলাম। সেসময় আমাদেরকে লক্ষ্য করে ছাত্রদল ঢিল ছুড়তেছে। একপর্যায়ে আমার পায়ে প্রচন্ড গতিতে একটি ঢিল লাগে। 

তিনি আরও বলেন, তারপর হাইকোর্ট এলাকায় সংঘর্ষের সময় মসজিদের পাশ থেকে আমাদের লক্ষ্য করে লাঠি ছুড়ছে। তখন একটি লাঠি আমার ডান পায়ে এসে লাগে। তাছাড়া সংঘর্ষের সময় মাথায় ও পিঠে ঢিল লাগে। হেলমেট থাকার জন্য মাথায় কিছু হয়নি। তবে পায়ের আঘাতটা বেশি রকমের ছিল। তাৎক্ষণিকভাবে ঢাবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিলাম। সেখান থেকে পেইনকিলার ইনজেকশন দিল ও  পরবর্তীতে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসা নিলাম। 

এর আগে ঘটনার দিন মাথায় হেলমেট ও হাতে লাঠি নিয়ে তিলোত্তমা শিকদারেরেএকটি ছবি ফেসবুকে বেশ ভাইরাল হয়। ছবিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালেয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (ব্যাংকের পাশের রাস্তা) থেকে বেরিয়ে আসছেন তিনি।  সবুজ রঙের জামা ও গলায় ব্যাগ ছিল তিলোত্তমার। তার মাথায় নীল রঙের হেলমেট আর ডান হাতে লাঠি ছিল।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে করা এক মন্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। ওই কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার আবারও ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল। বেলা ১১টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে আসার চেষ্টা করলে ছাত্রলীগ বাঁধা দিলে দুপক্ষের সংঘর্ষ হয়।  দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে  উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস

আইনিউজ/এসডি

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সর্বশেষ