Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

মুহাম্মদ রওশন জামিল, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫১, ৯ জুন ২০২২

মাভাবিপ্রবিতে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব

আনন্দ-উচ্ছ্বাস, রঙে-রূপে অপরূপ সাজে সজ্জিত হয়ে শিক্ষা সমাপনী উৎসব আনন্দে মেতে উঠেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪তম ব্যাচের প্রায় আটশত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে অবশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) উদযাপন করছে তারা। এই র‌্যাগ ডের নাম দেয়া হয়েছে 'সারাংশ ১৪'।

৯, ১০ ও ১১ জুনের তিনদিন ব্যাপী ‘র‌্যাগ ডে’ উপলক্ষে বৃহস্পতিবার (৯জুন) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে ‘র‌্যাগ ডে’র উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর কালার ফেস্টে অংশ নিয়ে বন্ধুদের একের অন্যের সাদা পোশাক নানা রঙে রাঙিয়ে বিভিন্ন ভাবের প্রকাশ করা হয়। বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফটোসেশন ও আতশবাজি উড়ানো হয় এবং রাত ৮ টায় ক্যাফেটেরিয়ায় গ্র্যান্ড ডিনার অনুষ্ঠিত হয় ।

জানা যায়, ১০ জুন সকাল ১০ টায় বৃক্ষরোপণ ও বিকাল ৫ টায় মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অংশগ্রহনে স্বাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১১  জুন সকাল ১১ টায় মুক্তমঞ্চে 'আনপ্লাগ মিউজিক কনসার্ট ' ও সন্ধা ৬  টায় দেশের জনপ্রিয় মিউজিক ব্রান্ড 'ওয়্যারফেজ' সংগীত পরিবেশন করবেন।

আইনিউজ/ মুহাম্মদ রওশন জামিল/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব  

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ