Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ

প্রকাশিত: ২৩:০৪, ১৬ জুন ২০২২
আপডেট: ২৩:১১, ১৬ জুন ২০২২

জবিতে ছাত্রলীগের পক্ষ থেকে বই বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক বই বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুন) জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  চারটি বই (অসমাপ্ত আত্মজীবনী), (কারাগারের রোজনামচা), (আমার দেখা নয়া চীন) ও (জনক আমার নেতা আমার), নেতাকর্মীদের হাতে বই তুলে দেন।

জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী জানান, বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, বই গুলো পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ যাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করবে ছাত্রলীগ নেতাকর্মীরা এমনটা প্রত্যাশা।

আরও পড়ুন- সরকারি চাকরিতে ৩ লাখ ৯২ হাজার পদ শূন্য

এ বিষয়ে এস এম আকতার হোসাইন জানান, বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের সবারই শেখার আছে। তাঁর জীবন ও আদর্শে সবাই বেড়ে উঠবে এই প্রত্যাশা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ডিসিপ্লিন এবং চেইন ওফ কমন ফিরিয়ে আনা ও নেতাকর্মীদের সক্রিয় করতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রায় পাঁচ শতাধিক বই বিতরণ করেছি।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি 

আইনিউজ ভিডিও

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

বাজারে নদীর বিশাল চিতল মাছ

Green Tea
সর্বশেষ