Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২২

শাবিপ্রবিতে যৌন হেনস্তা : ৭ শিক্ষার্থী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিণ্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ২২৬ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশবিদ্যালয় থেকে বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৬২৩৭০৩৩ রেজিস্ট্রেশনধারী সুমন দাস (১ বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯৩৩৯০২৬ রেজিস্ট্রেশনধারী সৈয়দ মুস্তাকিম সাকিব- (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. আরিফুল ইসলাম- রেজি: ২০১৬৬৩১০০ (২ বছর), মো. জায়েদ ইকবাল তানিন-রেজি: ২০১৬৬৩১০৩৫ (২ বছর)।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, রেজি: ২০১৬৬৩১০৪৬, (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. রিফাত হোসেন- রেজি: ২০১৬৬৩১০৩১(১ বছর) এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. বিশাল আলী- রেজি: ২০১৬৬৩১০৫৩ (১ বছর)।

এছাড়া বহিষ্কার থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সিদ্ধান্ত সিন্ডিকেটের পরদিন থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ