TEA VILLA Luxury Resort

ঢাকা, শনিবার   ০১ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৮ ১৪২৯

জসীম উদ্দীন মাসুদ

প্রকাশিত: ২১:০৮, ১৭ নভেম্বর ২০২২
আপডেট: ১২:১৭, ১৮ নভেম্বর ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : অপরূপ নৈসর্গিকতায় প্রাণের ছোঁয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | University of Chittagong | Eye News

বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে,
একটি শিশির বিন্দু।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তিময় এই কবিতাটির মধ্যে সৌন্দর্য পিপাসু মানুষকে আপন ভূখন্ডে অপূর্ব সৌন্দর্যে অবগাহনের জন্যে রয়েছে আকুল আবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের ভেতরে প্রকৃতির অপার সৌন্দর্যে গড়ে উঠা তেমনি এক পাহাড় ঘেরা মায়াবী ক্যাম্পাস, যা যে কোন মানুষের হৃদয় মনকে আন্দোলিত করবে নিমেষে। গাছের পর গাছ আর গাছ, সবুজের পর সবুজ আর সবুজ মানুষকে নিয়ে যাবে ভালোলাগা এক কাল্পনিক মোহমায়ায়।

মহান দার্শনিক রুশো বলেছেন, “বিশ্ববিদ্যালয় হবে শহর থেকে দূরে নির্জন কোনো এক জায়গায়, যেখানে থাকবে কোলাহলমুক্ত পরিবেশ, শিক্ষার্থীরা বেড়ে উঠবে প্রকৃতির কোলে আর প্রকৃতি হবে তাদের শিক্ষক।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে তেমনই এক পাহাড় ও সবুজেঘেরা মনমাতানো ক্যাম্পাস।

শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির কোলঘেষে নয়নাভিরাম এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এই ক্যাম্পাস এখন দেশের অঘোষিত অন্যতম এক পর্যটন স্পটে পরিণত হয়েছে। এখানে দিনে দিনে তাই বাড়ছে ভ্রমন পিপাসু মানুষের ঢল। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে মায়াঘেরা এই ক্যাম্পাসের অবস্থান।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি- এই চারটি বিভাগের ২০৪ জন শিক্ষার্থী, আটজন শিক্ষক ও ১৭৫৩ একর জায়গা নিয়ে আনুষ্ঠানিকভাবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, কালের পরিক্রমায় তা আজ এক মহীরূহ আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মতে, ২৩১২,৩২ একরের এ ক্যাম্পাসে রয়েছে ১০টি অনুষদ, ৫৪টি বিভাগ ও ইনস্টিটিউট ও ৬ টি গবেষণা কেন্দ্র। ৯ শত ৭ জন শিক্ষকের নিয়মিত পাঠদান ও তত্ত্বাবধানে ২৭ হাজার ৫ শত ৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। রয়েছেন ২০৪৬ জন নন্ একাডেমিক কর্মকর্তা ও কর্মচারী। এখানে রয়েছে ইনস্টিটিউট অব ফরেষ্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিশ, যা বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে নেই। এর রয়েছে একটি অধিভুক্ত অনুষদ- চিকিৎসা অনুষদ; দু’টি অধিভুক্ত ইনস্টিটিউট- ইনস্টিটিউট অব কমিউনিটি অব থালমোলজি, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও ২১টি অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

আয়তনের দিক দিয়ে দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সব উপাদান যেন চিত্রশিল্পীর নিঁখুত তুলির আছড়ে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। যে দিকে চোখ যায় তার রূপময় স্নিগ্ধতা যেন প্রকৃতির স্বর্গ হয়ে আবির্ভূত হয়। আজ থেকে ৫৬ বছর আগে ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে এটি দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বেশ কিছু স্বকীয় বৈশিষ্ঠ্য অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য সুউচ্চ এক স্বতন্ত্র স্থানে দাঁড় করিয়েছে।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য 

অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঘন পাহাড় আর সবুজের আচ্ছাদন যেন নীল আকাশ ছুঁয়ে যায়। পাহাড়, ঝরণা, লেক, আর স্বতন্ত্র জীববৈচিত্র্য এ ক্যাম্পাসকে করেছে অতুলনীয়। ক্যাম্পাসের প্রতিটি জায়গা যেন এক একটি পর্যটন স্পট।

ফরেস্ট্রী ইনস্টিটিউটের সাজানো রাস্তা, রাস্তার দুপাশে গাছের সারি, পাশে লেক, অসাধারণ প্রশাসনিক ভবন হ্যালিপ্যাড সবকিছুতেই ছড়িয়ে আছে একরাশ মুগ্ধতা। ৬০ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত বোটানিক্যাল গার্ডেন দর্শনার্থীদের জন্যে চমৎকার এক বাড়তি পাওনা। কলা অনুষদের পেছনে পাহাড়ের বুক চিরে নেমে আসা প্রাকৃতিক ঝরনার শীতল পানি পর্যটন পিয়াসী মানুষকে বিমোহিত করে তুলে।
ষড়ঋতুর ক্যাম্পাস

ছয়টি ঋতুর এক আশ্চর্য লীলা নিকেতন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত — এ ছয়টি ঋতুর আবির্ভাবে নানা সাজে বিভিন্ন রঙে বিচিত্ররূপ ধারণ করে এখানকার চারপাশের প্রকৃতি। বাংলার ষড়ঋতুকে সত্যিকারভাবে উপভোগ করতে হলে দ্বিধাহীনভাবে ছুটে যেতে হবে এই ক্যাম্পাসে। প্রত্যেকটি ঋতুর যে অপূর্ব মেলবন্ধন তা লিখে বোঝানো যাবে না শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় এখানে।

অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মের প্রখর তাপদাহের মাঝেও সুশীতল বাতাস, নানান ফলের সম্ভার, বর্ষায় আষাঢ়ের জলধারার চিরচেনা সবুজাভ প্রকৃতি, শরতের শেষ বেলায় সাদা মেঘের ভেলা আর শুভ্র জ্যোৎস্না ও পুষ্প সুষমা, শিশিরে ভেজা মাতাল হেমন্ত, শীতে সাদা কুয়াশার চাদর, নবপল্লবে সুশোভিত বসন্ত-ষড়ঋতুর এমন ছয় রঙে চবি ক্যাম্পাসে রঙিন হয়ে উঠার জন্যে বছরজুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন
কবি শামসুর রাহমান লিখেছিলেন-
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?

-কেউ যদি একবার শাটল ট্রেন চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যায়, তবে তাকে বলতেই হবে- ‘ট্রেনের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। শাটল ট্রেন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ ভোমরা। শাটল ট্রেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন একই আত্মা হয়ে আজন্মকাল ধরে মিশে একাকার হয়ে আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই শাটল ট্রেন। শিক্ষার্থীদের জীবনের এ যেন এক অপরিহার্য অংশ। 

চলন্ত শাটল ট্রেনের জানালায় চোখ রেখে দেখা যায়, মানুষের যাপিত জীবন, অনুভব করা যায় বাংলার অপরূপ প্রকৃতি। রেললাইনের পাশে থাকা শুভ্র কাশফুল এক মায়ার জাল তৈরি করে দেহমনে। শাটল ট্রেনকে ঘিরেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যতসব আনন্দ-বেদনা, হাসি-কান্নার কথকতা। চলন্ত এই ট্রেনেই তৈরি হয় জীবনের কত সোনালি স্মৃতি।

সংগীতের সাথে এই শাটল ট্রেনের আছে এক নিবিড় সম্পর্ক। গানের যেমন সুর-ছন্দ আছে তেমনি ট্রেনের গতিতে ছন্দ আছে, সুরও আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের এই ছন্দ আর সুর মুর্ত হয়ে উঠে শিক্ষার্থী যাত্রীদের হৃদয়ে, অন্তরে ও কন্ঠে। এ এক অন্যরকম আবেগের জায়গা। 

শাটল ট্রেনকে ঘিরে জমজমাট হয়ে উঠে প্রাত্যহিক সাংস্কৃতিক কর্মকান্ড। পুরো শাটল ট্রেন যেন একটি মঞ্চ আর সকল শিক্ষার্থী হয়ে উঠেন এ মঞ্চের শিল্পী। কারো মাঝে কোন রাখডাক নেই। কত যে নতুন নতুন গান রচিত হয় এই চলন্ত ট্রেনে তার ইয়ত্তা নেই। সেই গানে গলা ছেড়ে সুর ধরে তাবৎ চলন্ত শিল্পী। যন্ত্র শিল্পীদেরও অভাব নেই। শাটলের বগির দেয়াল হয়ে উঠে এক একটি ‘ড্রাম’। এ যেন অন্য এক পরিবেশ। শেষ স্টেশন না আসা পর্যন্ত এসব বগি-শিল্পীদের উচ্ছ্বাসের শেষ নেই। এসব বগি-শিল্পীদের অবহেলা করারও কোন জো নেই। কারণ এখান থেকেই তো নকীব খান, পার্থ বড়ুয়া, এস আই টুটুলসহ অনেক বগি-শিল্পী দেশের তারকা শিল্পীর জায়গা করে নিয়েছেন। 

১৯৮১ সালের ১ মার্চ যে শাটল ট্রেনের যাত্রা শুরু হয়েছিল, দ্বিগুণতর শক্তি ও মাধুর্য নিয়ে আজও তা ছুটেই চলেছে। চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস স্টেশন পর্যন্ত দিনে ১৮ বার যাতায়াত করে এটি। যাত্রাবিরতি করে ছয়টি স্টেশনে। ২২কিলোমিটার দূরত্বের ক্যাম্পাসে পৌঁছাতে শাটলে সময় নেয় প্রায় এক ঘন্টা।

বিশ্বে মাত্র দুটি বিশ্ববিদ্যালয় এমন শাটল ট্রেনের ব্যবহার করেছে, যার একটি হলো যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ইউনিভার্সিটি আর দ্বিতীয়টি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগে সানফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় তাদের শাটল ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়। তাই বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এককভাবে এর দাবিদার।

স্মৃতিময় এই ট্রেনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে নির্মাতা প্রদীপ ঘোষের পরিচালনায় ২০১৯ সালে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। এর অভিনয় শিল্পী ও পরিচালক সকলেই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাটা পাহাড় সড়ক
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল গেইট দিয়ে ঢুকে গোল চত্বর পেরিয়ে দু'পাহাড়ের মধ্য দিয়ে সোজা যে মসৃণ পিচঢালা পথটি চলে গেছে সেটাই কাটা পাহাড়ের গিরিপথ নামে পরিচিত। পাহাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া সৌন্দর্যে ভরা এ যেন এক হিমেল ঠিকানা। 

পাহাড়ের ভেতর মসৃণ পিচঢালা রাস্তা। এই সড়কের চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য নয়ন ভরিয়ে দেবে। পাহাড়ের ঢালে অসাধারণ রূপ লাবণ্য অবলোকন করে মুহূর্তের মধ্যে আপনি হারিয়ে যাবেন সুন্দরের এক মায়াভরা রূপরাজ্যে। কাটা পাহাড় সড়ক একেক সময় সাজে একেক রূপে। বৃষ্টি ভেজা এই পথ অথবা রাতের নিয়ন আলোর কাটা পাহাড় সড়ক পথিকের কাছে আলাদা এক সৌন্দর্যে ধরা পড়ে। সাঝের বেলায় পাহাড়ের ঢালে সবুজের সমারোহ হাতছানি দিয়ে ডাকে।

কাটা পাহাড় জুড়ে বানরের রাজত্ব । রাস্তার দু’পাশের ড্রেনে ২৫০ প্রজাতির ব্যাঙের অস্তিত্ব পাওয়া গেছে। মাঝে মাঝে রঙ-বেরঙের সাপের দেখা মেলে। খুব ভোরে মায়া হরিণের পদচারণায় কাটা পাহাড় ঘুম থেকে জেগে উঠে। সন্ধ্যা হতেই এতে বিচরণ করতে শুরু করে বিভিন্ন বণ্যপ্রাণী। পাহাড়ের গা ঘেঁষে উড়ে যায় পাখির ঝাঁক। দ্বিধাহীনভাবে রাস্তা পেরিয়ে চলে যায় বুনো শুয়োরের দল। সকালে দেখা মিলে মায়া হরিণের ঘাস খাওয়া কিংবা ছুটে চলার বিরল দৃশ্য। একটু ধের্য ধরলে পাহাড়ের চূড়ায় হরিণ আর কাঠ বিড়ালীর দৌড়াদৌড়ি দেখে আপনাকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হবে। 

প্রেম-বিরহ, বন্ধুত্ব, আন্দোলন-সংগ্রাম, হাসি-কান্না, একাকিত্ব সময় কিংবা প্রেমিকযুগলের হাতের উষ্ণ ছোঁয়া, কয়েক যুগ ধরে এমন বিচিত্র সব ঘটনার সাক্ষী হয়ে আছে সড়কটি। কখনও মিছিলের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে এর মসৃণ বুক, কখনওবা অপরিসীম ভালোবাসার স্পর্শে শীতল হয়েছে। 

দিনের আলো ফোটতেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে সড়কটি। শিক্ষার্থীরা ট্রেন বা বাস থেকে নেমে পায়ে হেঁটে বা সিএনজি-রিকশাযোগে ছুটে যায় ক্লাসে। শিক্ষার্থীরা যখন পায়ে হেঁটে চলা শুরু করে তখন এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। এ যেন শিক্ষার্থীদের প্রাণের সড়ক। বন্ধু-বান্ধবের আড্ডা, গান, শ্যুটিং, জম্মদিন পালনসহ সবকিছুর জন্য এ যেন এক আদর্শ স্থানে পরিণত হয়েছে। গভীর রাতেও তাই কাটা পাহাড় থেকে ভেসে আসে শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে গানের সুর। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকর্মে বাঙালির বিজয়গাঁথা ইতিহাস 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন খ্যাতিমান শিল্পীর নজরকাড়া সব স্থাপত্যকর্ম। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে অবস্থিত এসব শিল্পকর্ম সবাইকে বিমোহিত করার পাশাপাশি বাংলাদেশের গৌরবমাখা ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ভাস্কর্যে বাঙালির বিজয়গাথা ইতিহাস মুক্তিযুদ্ধ ও শহীদের স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি স্মৃতিস্তম্ভ ও একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ১৯৮৫ সালে শিল্পী মুর্তজা বশীরের প্রচেষ্টায় স্থাপন করা হয় স্বাধীনতা ভাস্কর্য। একই বছর শিল্পী রশিদ চৌধুরীর নকশায় নির্মিত হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। ২০০৯ সালে স্থাপিত হয় শহীদ স্মৃতিস্তম্ভ 'স্মরণ' এর স্থপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবীর।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদনের জন্য কলাভবনের সামনে নির্মাণ করা হয় স্বাধীনতা স্মারক ভাস্কর্য। দেশের একমাত্র স্টীলের তৈরি এ ভাস্কর্যটির স্থপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের সাবেক অধ্যাপক প্রখ্যাত শিল্পী মর্তুজা বশীর। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্ত্বরের মধ্যবর্তী চৌরাস্তার মধ্যখানে ‘জয় বাংলা’ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। লাইভ কাস্টিং মেথডে তৈরি করা হয়েছে এ ভাস্কর্যটি, যা বাংলাদেশে প্রথম। ধূসর রঙের আস্তরণে মার্বেল ডাস্ট ব্যবহার করা হয়েছে। ফলে রোদ বৃষ্টিতেও ভাস্কর্য মলিন হবে না। মুক্তিযুদ্ধের স্মরণে ২০১৮ সালে এই ভাস্কর্যটি নির্মাণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান। তাঁর সহযোগী ছিলেন মুজাহিদুর রহমান মুসা, জয়াশীষ আচার্য ও তপন ঘোষ। এই ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধে নারীদের প্রত্যক্ষ ও সমান অংশগ্রহণের বিষয়টি যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি মুক্তিযুদ্ধে পাহাড়িদের ভূমিকা ও উপজাতি এক নারীর অবয়ব উপস্থাপন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথেই সাত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ‘স্মরণ স্মৃতিস্তম্ভ’ ভাস্কর্যটি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক, ১১ জন ছাত্র এবং ৩ জন কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বমোট ১৫ জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগ আর বীরত্বের স্মৃতিস্বরূপ ভাস্কর্যটি নির্মিত হয়েছে। স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতজন মুক্তিযোদ্ধার নাম ও ছবি রয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন সম্মুখস্ত এ স্মৃতিস্তম্ভের ডিজাইনার চবি চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একুশে পদক বিজয়ী প্রখ্যাত তাপিশ্রী শিল্পী রশীদ চৌধুরী।

ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে অবস্থিত চবি কেন্দ্রীয় শহীদ মিনার। কাটা পাহাড় রাস্তার মাথায় নির্মিত চবির প্রথম শহীদ মিনারটি ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হলে একইস্থানে বর্তমান শহীদ মিনারটি ১৯৯৩ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য রফিকুল ইসলাম চৌধুরী এ শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন ‘অপরাজেয় বাংলা’র স্থপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ। প্রায় দশ শতক জায়গার ওপর দাঁড়িয়ে আছে গৌরবের অন্যতম নিদর্শনটি।

মুক্তিযুদ্ধে চবির সূর্যসন্তানেরা
মহান মুক্তিযুদ্ধে প্রায় দুইশতাধিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে যখন উড়ছে স্বাধীন বাংলাদেশের পতাকা তখনও চবি ক্যাম্পাসের শক্ত ঘাঁটিতে বহাল তবিয়তে ছিল পাকিস্তানিরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হানাদার মুক্ত করতে বিজয়ের নয়দিন পর ২৫ ডিসেম্বর পর্যন্ত লড়াই করতে হয়েছিল বাংলার দামাল ছেলেদের। 

মুক্তিযদ্ধে শহীদ হন ১ জন শিক্ষক, ১১ জন ছাত্র এবং ৩ জন কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বমোট ১৫ জন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের কর্মচারী শহীদ মোহাম্মদ হোসেনকে দেওয়া হয় বীরপ্রতীক খেতাব। চাকসুর প্রথম জিএস এবং ইতিহাস বিভাগের ছাত্র আব্দুর রব, দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক অবনী মোহন দত্ত, বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের চেইনম্যান বীরপ্রতীক মোহাম্মদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী প্রভাস কুমার বড়ুয়া, ইংরেজী বিভাগের ছাত্র আশুতোষ চক্রবর্তী, রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র আবুল মনসুর, বাণিজ্য অনুষদের ছাত্র খন্দকার এহসানুল হক আনসারী, ইতিহাস বিভাগের ছাত্র ফরহাদ-উদ-দৌলা, সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ইফতেখার উদ্দিন মাহমুদ, আলাওল হলের প্রহরী সৈয়দ আহমদ, অর্থনীতি বিভাগের ছাত্র নাজিম উদ্দিন খান ও আবদুল মান্নান, বাংলা বিভাগের ছাত্র মুহাম্মদ হোসেন, মোস্তফা কামাল ও মনিরুল ইসলাম খোকা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের প্রিয় এ স্বাধীনতার জন্য।

সমৃদ্ধ জীববৈচিত্র্য
জীববৈচিত্র্যের অপার সম্ভাবনাময় এক প্রাকৃতিক আধার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সর্বশেষ তথ্য মতে, এখানে বসবাস করছে ৩০৮ প্রজাতির বণ্যপ্রাণী। এর মধ্যে পাখি রয়েছে ২১৫ প্রজাতির। ব্যাঙ রয়েছে ১৭ প্রজাতির, সরীসৃপ রয়েছে ৫৬ প্রজাতির ও স্তন্যপায়ী প্রাণী রয়েছে ২০ প্রজাতির।

ক্যাম্পাসের অসংখ্য গাছপালা ও তৎসংলগ্ন ঝোপঝাড় যেন বন্যপ্রাণীর জন্য অভয়াশ্রম। এই অপরূপ জীববৈচিত্র্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনন্য। এই বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণীরা যেভাবে মুক্তভাবে ঘুরে বেড়ায় সেটা বিশ্বের আর কোন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। বন্যশূকর, সজারু, বনরুই, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির সাপসহ অন্যান্য প্রাণীর দেখা মেলে। ক্যাম্পাসে হাঁটলে বিরল প্রজাতির গিরগিটি ও সরীসৃপ জাতীয় প্রাণী চোখে পড়ে। 

ক্যাম্পাস যেন পাখির রাজ্য। বন মোরগ, মথুরা, সবুজ তাউরা, কাঠ শালিক, রেড হেডেড, ভীমরাজ, হাঁড়িচাচা, কানাকোয়া, কাবাসি, চন্দনা টিয়া, মদন টিয়া, কানাকুয়া, শিষধামা, হলদে বক, মালকোহা, পাকড়া মাছরাঙা, বসন্ত বাউরি, রুপাস নেকড, বেনেবউ এবং মৌটুসীসহ ২১৫ প্রজাতির পাখি রাজত্ব করে এই ক্যাম্পাসে। ২১৫ প্রজাতির পাখির মধ্যে ১০৮টি গায়ক ও ১০৭টি অগায়ক পাখি। এগুলোর মধ্যে আবার ১৬০টি প্রজাতির পাখির স্থায়ী নিবাস ক্যাম্পাসেই। ৫১টি অতিথি পাখি হিসেবে বিভিন্ন মৌসুমে ক্যাম্পাসে আসে, আবার চলে যায়। চার প্রজাতির পাখি মাঝেমধ্যে এসে ঘুরে যায়। মজার বিষয় হচ্ছে প্রাণীর আরেক অবাধ বিচরণ ক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও ২০ প্রজাতির বেশি প্রাণী এই ক্যাম্পাসের বাসিন্দা।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অসংখ্য বিরল প্রজাতির গাছ-গাছালি আর জীববৈচিত্র্যে ভরপুর। যেদিকে চোখ যায় শুধু সবুজের হাতছানি। পাহাড়ের ওপর ফুল, ফল আর কাঠ জাতীয় গাছের শোভা ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এবং উদ্ভিদবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে পাহাড় ও পাহাড়ি বন আছে ২৫০ একর জায়গায়। ৬০০ একরজুড়ে ছড়িয়ে রয়েছে সৃজিত বন। ১৫০ একর ভূমির মধ্যে রয়েছে উদ্ভিদ উদ্যান। লেক রয়েছে ২৫টি। বড় পুকুর রয়েছে ৫টি। সবুজ পাহাড়ের বুকে আছে ঝরনা ও ছড়া।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার  
বৃহত্তর চট্টগ্রামে অন্যতম সেরা লাইব্রেরী হিসেবে স্বীকৃত চবি সেন্ট্রাল লাইব্রেরী। দেশী-বিদেশী দুষ্প্রাপ্য ও দুর্লভ বই, সাময়িকী, পত্র-পত্রিকা, রেফারেন্স ও পান্ডুলিপির অনন্য সংগ্রহ রয়েছে এ লাইব্রেরীতে। মাত্র ৩০০ বই দিয়ে শুরু হয়েছিল যে লাইব্রেরির আজ সেই লাইব্রেরী প্রায় ৩ লাখ ৫০ হাজার দেশী-বিদেশী বই ও ৪০ হাজার ই-বুকস দিয়ে এ অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। 

এ গ্রন্থাগারের সংগৃহীত পাঠ-সামগ্রীকে পাঁচ ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আছে, প্রধান সংগ্রহ, জার্নাল সংগ্রহ, রেফারেন্স সংগ্রহ, চবি প্রশাসন থিসিস, দুষ্প্রাপ্য সংগ্রহ। জার্নাল শাখায় দেশি-বিদেশি প্রকাশিত সাময়িকী। পুরনো সংখ্যাগুলো বাঁধাই করে ডিডিপি পদ্ধতি অনুসরণ করে সাজিয়ে রাখা হয়েছে। রেফারেন্স শাখায় রয়েছে গবেষণা রিপোর্ট, বিশ্বকোষ অভিধান, হ্যান্ডবুক, ম্যানুয়েল, পঞ্জিকা, এনজিও প্রকাশনা, আইএলও ইউনেস্কো, বিশ্বব্যাংক আইএমএফ, ইউনিসেফ বিবিএস, বিশ্ববিদ্যালয় প্রকাশনা।

গ্রন্থাগারের দুষ্প্রাপ্য ও পাণ্ডুলিপি শাখায় এমন কতগুলো সংগ্রহ আছে যেগুলো প্রাচীন ভুজপত্র, তানপত্র, তুনট কাগজে লেখা। এই শাখায় রয়েছে গবেষকদের গবেষণাকর্মের উপাত্ত হিসেবে চিহ্নিত প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ বই, দলিল। দুষ্প্রাপ্য শাখায় এমন কিছু সংগ্রহ আছে, যা বাংলাদেশের অন্য কোনো গ্রন্থাগারে নেই। এখানে ১৮৭২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশিত পুরনো সাময়িকী আছে। উল্লেখযোগ্য হচ্ছে অঞ্জলি, অনুসন্ধান পূর্ব পাকিস্তান, অগ্রগতি, সীমান্ত, পূরবী, পাঞ্জজন সাধনা, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, প্রবাসী ভাণ্ডার প্রতিভা, প্রকৃতি, ঢাকা রিভিউ, পূর্ণিমা ছায়াবীথি, বার্তাবহ, সাপ্তাহিক এডুকেশন গেজেট, আলো ইসলাম প্রচারক, আল-ইসলাম, ভারতী মার্যাব্রু ইত্যাদি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত এমন বৈচিত্র্যপূর্ণ জাদুঘর আর কোন বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম পার্শ্বে দুইতলা বিশিষ্ট জাদুঘরটির ওপরের তলায় রয়েছে প্রদর্শনীর জন্য পাঁচটি গ্যালারি। আর নিচতলায় আছে অফিস, জাদুঘর গ্রন্থাগার এবং গবেষণাগার। গ্যালারিগুলো পাঁচটি বিষয়ের ওপর ভাগ করা হয়েছে, এগুলো হলো- প্রত্নতত্ত্ব ও প্রাগৈতাসিক গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, ইসলামিক শিল্পকলা গ্যালারি, লোকশিল্প গ্যালারি, সমকালীন চিত্রকলা গ্যালারি।

প্রত্নতত্ত্ব ও প্রাগৈতাসিক গ্যালারিতে রয়েছে হাজার বছরের পুরোনো টেরাকোটা (পোড়ামাটির ফলক), পোড়ামাটির মুদ্রা, মাটির মূর্তি, ষষ্ঠ শতকের মাটির মূর্তি। এছাড়া রয়েছে বাঙলার প্রাগৈতাহাসিক কালের জীবনযাত্রার ছবিসহ আরও কিছু দুর্লভ নিদর্শন। ভাস্কর্য গ্যালারিতে রয়েছে কষ্ঠিপাথরের মূর্তি (প্রায় ৩০টি), রয়েছে বিষ্ণু, সুরিয়া, শিবলিঙ্গ, হিন্দু-বৌদ্ধদেবীদের মূর্তি ইত্যাদি। ইসলামিক শিল্পকলা গ্যালারি সাজানো হয়েছে মোঘল আমলের কামান, প্রায় ৪০০ বছরের পুরোনো হস্ত লিখিত কোরআন শরিফ, মধ্যযুগের যুদ্ধাস্ত্র, পুঁথি, মোঘল আমলের মুদ্রা, ক্যালিগ্রাফি (আরবীয় লিপিকলা), বাংলাদেশের প্রাচীন মসজিদের ছবি, মসজিদে ব্যবহৃত পোড়ামাটির ইট প্রভৃতি দিয়ে। লোকশিল্প গ্যালারিতে রয়েছে ১৯ শতকের ব্যবহার্য জিনিসপত্র যেমন- পালকি, তাঁতযন্ত্র, চরকা, পাটি, পাখা, বদনা, হুক্কা, মেলাতে পাওয়া যেত এমন মুখোশ, তীর ধনুক, কলের গান প্রভৃতি।

সমকালীন চিত্রকলা গ্যালারি রাঙানো হয়েছে দেশের বরেণ্য চিত্র শিল্পীর রং-তুলির আঁচড়ে সৃষ্ট সমকালীন তৈলচিত্র দিয়ে। বরেণ্য এ শিল্পীদের মধে আছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন, পটুয়া কামরুল হাসান, মুর্তজা বশীর, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক মনসুরুল করিম, নিতুন কুন্ডু, শাহ মো. আনসার আলী, অধ্যাপক সাইফুল কবীর, নাসিম বানু, জাহীদ আলী চৌধুরী প্রমুখ। এছাড়া আব্দুলাহ খালিদের একটি মাটির ভাস্কর্য রয়েছে এ গ্যালারিতে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রালগ্নে প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পান প্রফেসর ড. আজিজুর রহমান মল্লিক। মহান মুক্তিযুদ্ধের সংগঠক এই মানুষটি পরবর্তীতে বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত, দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন কথাসাহিত্যিক, কবি ও কলামিস্ট এবং প্রথম নারী উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে যে জনসভা হয়েছিল, তাতে শিরীণ আখতার বক্তব্য রেখেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সমাজ ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য সরকার তাকে ২০২০ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব 
জ্ঞানসৃজন ও উদ্ভাবনের বহুমাত্রিক ক্ষেত্র হিসেবে উচ্চ শিক্ষাদানের বিস্তৃত এই বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মেধাবীদের স্পর্শে আলোকিত হয়েছে এবং হচ্ছে দেশ-বিদেশের অজস্র প্রাঙ্গণ। অর্জনেও পিছিয়ে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৫6 বছরে এ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে অনেক রথী-মহারথীর। 

বিশ্বখ্যাত ভৌত বিজ্ঞানী প্রফেসর ইমিরেটাস জামাল নজরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ছাত্রজীবনে তিনি বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসহ অনেকের সান্নিধ্যে ছিলেন। জামাল নজরুলের অনেক গ্রন্থ আজ বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্বের খ্যাতনামা বেশকয়টি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেও তাঁর গ্রন্থগুলো পাঠ্যক্রম হিসেবে ঠাঁই করে নিয়েছে। দেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর হাতে গড়া গ্রামীণ ব্যাংক এ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম থেকেই যাত্রা শুরু করেছিল। 

জাতীয় অধ্যাপক সৈয়দ আলি আহসান, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদ, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আনিসুজ্জামান, সাহিত্যিক অধ্যাপক আবুল ফজল, কবি, ঔপন্যাসিক, সমালোচক, গবেষক, ভাষাবিজ্ঞানী হুমায়ুন আযাদ, একুশে পদক বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম, একুশে পদকজয়ী পদার্থবিদ অধ্যাপক বিকিরণ প্রাসাদ বড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ ড. আব্দুল করিম যার নামে কলা অনুষদের নামকরণ করা হয়েছে তিনিও এখানকার শিক্ষক। এ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক বিভিন্ন সময়ে একুশে পদক পেয়েছেন।

গবেষক ও বিজ্ঞানী হিসেবে যারা খ্যাতি অর্জন করেছেন তাদের কয়েকজন হলেন- ড. মো. শাহাদাত হোসেন ( দুটি নতুন মাছের প্রজাতি শনাক্ত করেন), মানজুর কিবরিয়া (প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষা ও গবেষণায় অবদানের জন্য দেশি বিদেশি সম্মাননা পান), সাজীব আলি হাওলাদার, সবচেয়ে কম বয়সে ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করে বিশ্বস্বীকৃতি পান বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী, এমএ আজিজ খান, উদ্ভিদ বিজ্ঞানী, সাবেক উপাচার্য, উদ্ভিদ বিজ্ঞানী সত্যজিৎ কুমার ভদ্র ও মোস্তফা কামাল পাশা , প্রাণী বিজ্ঞানী প্রফেসর ড.মোহাম্মদ আলী আজাদী, ড. শেখ আফতাব উদ্দিন (কম খরচে সমুদ্র পানি সুপেয় করার পদ্ধতি আবিষ্কার), ড. আল আমিন (যার লেখা বই যুক্তরাষ্ট্রের ৬টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসেবে নির্বাচিত), অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরী (বঙ্গোপসাগর নিয়ে মানচিত্র তৈরি) প্রমুখ।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা সরকার ও প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সুরেন্দ্র কুমার সিনহা , বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ২১-তম প্রধান বিচারপতি আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান, জেনারেল আবুল হোসেন, বিজিবি প্রধান, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ফণিভূষণ চৌধুরী, সাবেক সচিব, পুলিশ সমন্বয়ক, পিএসসি সদস্য, চৌধুরী মো: আব্দুল্লাহ আল মামুন, মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ।, বিচারপতি ঈমান আলী- আপিল বিভাগ, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- আপিল বিভাগ, বিচারপতি শেখ হাসান আরিফ, হাইকোর্ট বিভাগ, বিচারপতি বোরহানউদ্দিন, হাইকোর্ট বিভাগ, আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র, মোহাম্মদ আবদুল মোবারক, নির্বাচন কমিশনার, মোহাম্মদ মুনির চৌধুরী, আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, শফিউল আলম , মন্ত্রিপরিষদ সচিব, আহমদ কায়কাউস, মুখ্য সচিব, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, রাজিয়া বেগম, বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক প্রমুখ।

এ বিশ্ববিদ্যালয়ের যারা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণে খ্যাতি অর্জন করেছেন, তাদের কয়েকজন হলেন- সৈয়দ আব্দুল্লাহ খালেদ, ভাস্কর, অপরাজেয় বাংলার নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন, কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, কবি, গবেষক, অধ্যাপক ময়ুখ চৌধুরী শিক্ষাবিদ, কবি এবং লেখক আবু হেনা মোস্তফা কামাল, চিত্রশিল্পী ঢালী আল মামুন, চিত্রশিল্পী মুর্তজা বশীর উত্তম সেন, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী মুনসুর উল করীম, সমাজবিজ্ঞানী, লেখক এবং দার্শনিক অনুপম সেন, সংগীত শিল্পী ও নজরুল গবেষক সুজিত মোস্তফা, সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, নকীব খান, বাপ্পা মজুমদার, এস. আই টুটুল, সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, অভিনয় শিল্পী মাসুদ আজিজ, চিত্রলেখা গুহ, ঊর্মিলা শ্রাবন্তী কর, হাসান মাসুদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। প্রয়াত শিল্পী রশিদ হোসেন চৌধুরী (রশিদ চৌধুরী), প্রয়াত নাট্যকার জিয়া হায়দার এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান
এই বিশ্ববিদ্যালয় থেকে নোবেলজয়ী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আবদুস সালামকে ১৯৮১ সালে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, একুশে পদক বিজয়ী পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে ২০০৮ সালে ডক্টর অব সায়েন্স এবং ২০১৮ সালে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ডক্টর অব লেটার্স উপাধি দেয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ৬ টি গবেষণা কেন্দ্র রয়েছে- জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, নজরুল গবেষণা কেন্দ্র, ব্যুরো অব বিজনেস রিসার্চ, সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও সেন্টার ফর এশিয়ান স্টাডিস। দেশের একমাত্র প্রস্তাবিত হাইটেক পার্ক স্থাপিত হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ২১১টি এবং ১৯৭৩ সাল থেকে থেকে অদ্যাবধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকাশিত মোট প্রকাশনায় গবেষণাপত্রের সংখ্যা ২ হাজার ১৭৮টি। চবি গবেষকরা সম্প্রতি করোনার জিন বিন্যাস উন্মোচন করেছেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা থেকে নমুনা সংগ্রহ করে প্রথমবারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কোভিড-১৯ এর জিনের বিন্যাস উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রহস্যঘেরা চালন্দা গিরিপথ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক রহস্যময় সৌন্দর্য চালন্দা গিরিপথ। প্রাকৃতিক ঝরনা, পাহাড়ের প্রাণজুড়ানো রূপে বহুদিন ঢাকা পড়েছিল চালন্দা গিরিপথের সৌন্দর্য। কলা অনুষদের ঝুপড়ির ছড়ার পানি দিয়ে অর্ধঘন্টা পশ্চিমে হাঁটার পর ছড়ার বামে বা দক্ষিণে এই রহস্যময় মায়াবী সৌন্দর্য উপভোগ করা যায়। সেখানে হাঁটু পরিমাণ পানি আছে কিছু কিছু জায়গায়। পাহাড়ের বিশুদ্ধ পানি সমৃদ্ধ এ গিরিপথ ধরে এগুতে থাকলে দেখা যাবে সেখানে পাহাড়ের আদা-সরিষাসহ বিভিন্ন ফসলের চাষাবাদের অভূতপূর্ব দৃশ্য। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে চালন্দা গিরিপথ হয়ে উঠেছে অন্যতম দর্শনীয় স্থান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয় ঝুপড়ি 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ এর ছোট ছোট খাবারের দোকানগুলো। এগুলো ঝুপড়ি নামে পরিচিত। বিভিন্ন অনুষদকে কেন্দ্র করে ঝুপড়িগুলো গড়ে উঠেছে। তবে সবচেয়ে খ্যাতি পেয়েছে কলা অনুষদের ঝুপড়ি। কী নেই সেখানে? চায়ের কাপে রাজনীতির ঝড়, টেবিল চাপড়িয়ে বেসুরো গলায় কোরাস গান, পড়ুয়া শিক্ষার্থীদের নোট আদান-প্রদান। এরই মধ্যে চলে প্রেমিক জুটির মন দেওয়া-নেওয়া, অপলক চেয়ে থাকা। আরও কত কী?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত সেতু  
চবির বিভিন্ন আকর্ষণীয় জায়গার মধ্যে ঝুলন্ত সেতু অন্যতম। বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত সেতুর মতো কোন স্থাপনা আছে। এটি বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্ত্বর থেকে প্রায় ১৫০ মিটার দূরে ড. ইউনূস ভবনের পাশে। ড. ইউনূস ভবনের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। আর এই খালের উপর দিয়েই নির্মিত হয়েছে ঝুলন্ত সেতুটি। মূল সেতুটি ১০টি বড় স্প্যানের সাথে টাঙ্গানো এবং উপর দিকে টানা তারে ঝুলানো। এটির দৈর্ঘে প্রায় ২৫ মিটার এবং প্রস্থে প্রায় তিন মিটার। এখানে দাঁড়ালে মনে হবে রাঙ্গামাটির কাপ্তাই লেক কিংবা নিউইয়র্কের সেই ঝুলন্ত সেতুর সামনে দাঁড়িয়ে আছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ভবনের তিনতলায় সাংবাদিক সমিতির অবস্থান। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর এর যাত্রা শুরু হয়। নিয়মানুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পদাধিকারবলে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদিত একটি সংগঠন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাছেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অবস্থিত। এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এবং প্যাথলজিক্যাল পরীক্ষা গ্রহণের জন্য কাজ করে থাকে। পাশাপাশি এখানে শিক্ষক ও কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্যও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই মেডিকেল সেন্টারে সপ্তাহের প্রতিদিন সার্বক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে, যেখানে চিকিৎসকগণ পালা করে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এই সেন্টারে ১১ জন চিকিৎসক ও ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও মেডিকেল সেন্টার প্রাঙ্গণে ৬টি অস্থায়ী বিছানার ব্যবস্থা রয়েছে।

চাকসু নির্বাচন 
বিশ্ববিদ্যালয়ের ৫৬ বছরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন হয়েছে মাত্র ছয় বার। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রথম ভিপি নির্বাচিত হন মোহাম্মদ ইব্রাহিম ও জিএস আবদুর রব। সর্বশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। তখন ভিপি নির্বাচিত হন নাজিম উদ্দিন, জিএস নির্বাচিত হন আজিম উদ্দিন ও এজিএস নির্বাচিত হন মাহবুবুর রহমান শামিম। ওই কমিটির সদস্য সংখ্যা ছিল ২৭ জন। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে চাকসুর সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়ার পর ২৮ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত হয়নি চাকসু নির্বাচন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন
৫৬ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র চারবার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয় চবিতে। পরে ১৯৯৯ সালে দ্বিতীয় এবং ২০০৮ সালে তৃতীয় সমাবর্তন হয়। সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। অবশ্য ১৯৮১ সালে একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাতায়াতের জন্য রয়েছে অর্ধশতাধিক বাস এবং মাইক্রোবাসের ব্যবস্থা। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১০ বগি বিশিষ্ট দুইটি শাটল ট্রেনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করে থাকে। বর্তমানে ট্রেন দুইটি দৈনিক সাতবার বটতলি রেলওয়ে স্টেশন ও ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এবং বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে পুনরায় বটতলি ও ষোলশহর স্টেশন পর্যন্ত নির্ধারিত সময়সূচী অনুযায়ী যাতায়াত করে। শাটল ট্রেনের পাশাপাশি রয়েছে ডেমু ট্রেনের ব্যবস্থা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ক্যাফেটেরিয়া রয়েছে। একটি চাকসু ভবনের নিচ তলায় আরেকটা আইটি ফ্যাকাল্টিতে। সারাদিন ছাত্রছাত্রীদের কোলাহলে ব্যস্ত থাকে ক্যাফেটেরিয়াগুলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল জীবনের স্বপ্নসুখ
শিক্ষার্থীদের আবাসন সুবিধায় বিশ্ববিদ্যালয়ের রয়েছে ১৪টি আবাসিক হল। ৯টি ছাত্রদের ও ৫টি ছাত্রীদের। আর সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য রয়েছে ২টি ছাত্রাবাস। অন্যদিকে চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কস্থ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস রয়েছে। সবমিলিয়ে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এসব হলে থাকার সুযোগ পাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন বাসা ও কটেজে থাকছে প্রায় ৬ হাজার শিক্ষার্থী। বাকি সিংহ ভাগ শিক্ষার্থী শহরের বিভিন্ন বাসা ও মেসে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তবে হল জীবনের মজাই আলাদা।

সম্পূর্ণ আলাদা আলাদা জায়গা থেকে এসে হলজীবনে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। নিত্যদিনের আড্ডা, মজার অনুভুতিগুলো বন্ধুর সাথে ভাগাভাগি করা, রাত জেগে পড়াশোনা, নানাবিধ প্রাপ্তি ও সংকট, রুমমেট অসুস্থ হয়ে পড়লে নির্ঘুম রাত জেগে সেবা করা সবই উপভোগ্য হয়ে উঠে হলগুলোতে। সুখ-দুঃখের হাজারো আবেগ ও অনুভুতি নিয়ে কাটে প্রাত্যহিক জীবন। হল জীবন শেষে তাই সবারই মনে হয়- ‘বিশ্ববিদ্যালয়ের দিনগুলি যায়-যায় হারিয়ে যায়, উজ্জ্বল ও বর্ণালী দিনগুলি হায় মিলিয়ে যায় হাওয়ায়।’

সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাবো, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা।- সুনীল গঙ্গোপাধ্যায় যদি আজ বেঁচে থাকতেন তাঁকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে বলতাম। একই অঙ্গে আস্বাদিত হয়ে পাহাড় কেনার কথা ভুলে গিয়ে তিনি শুধু বিমোহিত হয়ে অপরূপ নৈসর্গিতার প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অবগাহন করতেন।

ভালো থাকুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ‘উচ্চ শিক্ষায় বিশ্বমানে পৌঁছানোর জন্যে সৃজনশীল প্রচেষ্টা’- এই ভিশনকে সামনে রেখে এগিয়ে যাক আরও বহুদূর।

জসীম উদ্দীন মাসুদ, লেখক ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়

শিরোনাম

শিরোনামমেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি শিরোনামসড়কে নামছে হাজার হাজার ড্রাইভারবিহীন গাড়ি, ভবিষ্যত কী? শিরোনামঅভিষেকে ব্যর্থ মহাকাশে পাঠানো জাপানের রকেট শিরোনামগুলিস্তানে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৮ শিরোনামশবে বরাতে ফুপুর কবর জিয়ারত শেষে ফেরার পথে মারা গেলেন যুবক শিরোনামগুলিস্তানে বিস্ফোরণ : মাথায় আঘাত ও রক্তক্ষরণে মারা গেছেন বেশি শিরোনামনারী উদ্যোক্তাদের উন্নয়নে পাশে থাকার আশ্বাস সিলেট জেলা প্রশাসনের শিরোনামঝুঁকি নিয়েই ভবনটিতে চলছে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শিরোনামগুলিস্তানে বিস্ফোরণ : বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে লড়ছেন আরও ১০ জন শিরোনামইসলাম ধর্মে নারীর গুরুত্ব ও মর্যাদা শিরোনামভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশি : নিন্দার মুখে মোদি সরকার শিরোনাম১২ বোতল বিদেশী মদসহ ২ জনকে আটক শিরোনামসোনারগাঁ, মহাস্থানগড় ও সুন্দরবন : ভ্রমণে ভিন্ন স্বাদের অনুভূতি শিরোনামমুন্সিগঞ্জে ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ আগুন শিরোনাম৮ মাস ধরে আটকে আছে উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন শিরোনামবিশ্ব বাজারে সোনার বড় দরপতন, দেশের বাজারে কী? শিরোনামধারের টাকা না দেওয়ায় বন্ধুকে খুন! শিরোনামসাকিব-তামিমের সম্পর্কে ফাটল, কী বলছেন পাপন? শিরোনাম“সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. রান - ২০২৩” অনুষ্ঠিত শিরোনামস্বপ্নের দেশ ইতালিতে লাশ হয়ে গেলেন সুনামগঞ্জের আবু তালহা শিরোনামচাঁদপুরে বাসচাপায় ৩ জনের মৃত্যু শিরোনামরেজাল্ট সময়মত প্রকাশ না করাও এক ধরণের দুর্নীতি: শাবি উপচার্য শিরোনামবাংলাদেশি রাষ্ট্রদূতকে কেন তলব করেছে রাশিয়া? শিরোনামপবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ শিরোনাম১০ মার্চ কানাডা-যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’ শিরোনামএইচএসসিতে ভালো ফল, তবু ভর্তি অনিশ্চিত মেধাবী দেলোয়ারের শিরোনামতুরস্কে ভূমিকম্প : স্ত্রী-সন্তানের চাপা পড়া লাশ ধরে দুইদিন কাটালেন মুয়াইনি শিরোনামসিলেটের ওসমানী মেডিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশ শিরোনাম১৪ ফেব্রুয়ারি ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ পালন করবে ভারত শিরোনামমো. আবদুল হামিদের আত্মজীবনী ‘অমূল্য সম্পদ’ : প্রধানমন্ত্রী শিরোনামউপহারের গাড়ি নিয়ে গ্যাঁড়াকলে হিরো আলম শিরোনামশাবিপ্রবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা, স্ট্যাটাস নিয়ে গুঞ্জন! শিরোনামউদ্ধার কাজে অংশ নিতে তুরস্কে গেল বাংলাদেশের ৪৬ জন শিরোনামপর্তুগালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাতকের মোমিন শিরোনামচোখ রাঙাচ্ছে নিপাহ ভাইরাস : আক্রান্ত দশ, ৭ জনেরই মৃত্যু শিরোনামবাংলাদেশেও মুক্তি পেল ভয়ংকর পুতুলের সিনেমা ‘মেগান’ শিরোনামতরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে শতাধিক নিহত শিরোনামঠাকুরগাঁওয়ে ১৪ টি মন্দিরের প্রতিমা ভাংচুর শিরোনামবাবাকে খু ন করে নিজেই ধরা দিলেন ব্যাংকার ছেলে শিরোনামহজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি শিরোনামবিদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজার সৃষ্টির আশ্বাস শিরোনামইরানে কয়েক হাজার কয়েদীকে ক্ষমা ঘোষণা শিরোনামভালোবাসা দিবসে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন শিরোনামঠাকুরগাঁওয়ে ১৪ দলীয় প্রার্থীসহ জামানত হারালেন ৪ প্রার্থী শিরোনামসভ্যতার বিকাশে মুসলিমদের দারুণ সব আবিষ্কার শিরোনামকাদেরের কথার জবাব দিলেন হিরো আলম শিরোনামরপ্তানি পণ্য চুরি করে করে শত কোটি টাকার মালিক মৌলভীবাজারের সাঈদ শিরোনামনির্ধারিত দাম মেনে নিলে গ্যাস-বিদ্যুত সাপ্লাই পাওয়া যাবে : প্রধানমন্ত্রী শিরোনামহবিগঞ্জে পাওয়া গেল নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী! শিরোনামখানসামায় বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে উধাও শিরোনামশিশুদের মস্তিষ্কের বিকাশে যেসব খাবার জরুরি শিরোনামজুড়ীতে সন্ত্রাসী কায়দায় হামলা, বাড়ীর সীমানা ভাংচুরের অভিযোগ শিরোনামকুলাউড়ায় ৫ ডাকাত আটক শিরোনামরবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারে নতুন কমিটি শিরোনামমরিয়মের হারিয়ে যাওয়া মা জীবিত উদ্ধার, নিখোঁজের ঘটনা মিথ্যা! শিরোনামদেবীর আগমন, শুভ মহালয়া শুরু শিরোনামকাশফুলের মুগ্ধতায় প্রকৃতিপ্রেমীরা শিরোনামআমার ছেলেকে পুলিশ গুলি করে মেরেছে : শাওনের বাবা শিরোনামকমলগঞ্জে ১৬০ টি মন্ডপে হবে দুর্গাপূজা শিরোনামদেবী দুর্গার আবির্ভাব, শুভ মহালয়া কাল শিরোনামহেপী চক্রবর্ত্তীর আগমনীর কবিতা শিরোনামডলার হারিয়ে দ্বিগুণ ডলার পেলেন কৃষ্ণা-সানজিদারা শিরোনামআবু হেনা রনির অবস্থার উন্নতি শিরোনামহবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত শিরোনামবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন শিরোনামসিলেটসহ ৫ বিভাগে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে শিরোনামকিউআর কোড হোয়াটসঅ্যাপ প্রোফাইলে শিরোনামবিশ্বজুড়ে করোনায় মৃত্যু হাজারের ওপরেই, কমেছে সংক্রমণ শিরোনাম‘আমার মায়ের লাশ পেয়েছি আমি এই মাত্র’ শিরোনামবিলুপ্তির পথে জালিবেতের আসবাবপত্র শিরোনামসিলেট জুড়ে বাড়ছে ‘চোখ ওঠা’ রোগের প্রকোপ শিরোনামএকে একে ছেড়ে গেলেন ৪ বউ, রাগে ঘটককে কুপিয়ে মারলেন স্বামী! শিরোনামনারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান শিরোনামপুলিশের নতুন আইজিপি হলেন সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শিরোনামহিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশেকে পেছনে ফেলে তৃতীয় তাকরীম শিরোনামতাহিরপুরে ছাত্রদের মারধরে শিক্ষক আহত! শিরোনাম‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী’ শিরোনামইরানের হিজাববিরোধী আন্দোলনে আমেরিকার সমর্থন শিরোনামঅবসরে যাচ্ছেন আলোচিত বেনজির আহমেদ শিরোনামশিরোপাজয়ী সব নারী ফুটবলারের ঘর করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিরোনামসরকারি চাকরির আবেদনে বয়সে ৩৯ মাস ছাড়! শিরোনামআগমনী আবহে মমিতা মমিতা সিনহা`র `শারদ সঙ্গীতার্ঘ্য` শিরোনামশিরোপাজয়ী কৃষ্ণা-শামসুন্নাহারের ব্যাগ থেকে ১৩০০ ডলার চুরি! শিরোনামশ্রীমঙ্গলে চা শ্রমিকদের অর্থ কার্ড নিতে ইউপি সদস্যকে ঘুষ দিতে হয় ৩শ টাকা! শিরোনামবিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র মুন্সীগঞ্জ, গুলিবিদ্ধ ২ শিরোনামজাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর চিত্র প্রদর্শনী শিরোনামনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী হবেন মেয়র আরিফ! শিরোনামহবিগঞ্জে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে হতাহত ৪০ শিরোনামআয়ু শেষেই কী মারা যাচ্ছে বিরল গাছ ‘আফ্রিকান টিকওক’ শিরোনামমাআশা আমিনির মৃত্যু : গোটা ইরান কাঁপছে হিজাব বিরোধী বিক্ষোভে শিরোনামশিরোপাজয়ী নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা শিরোনামঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শিরোনামঅসম শিক্ষা বিশ্বকে বিভক্ত করছে — সতর্ক করলো জাতিসংঘ শিরোনামমহা সংবর্ধনা পেতে যাচ্ছেন বাংলার বাঘিনীরা শিরোনাম‘সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করা গুরুত্বপূর্ণ’ শিরোনামনবীগঞ্জে ইউএনও’র বদলি : নতুন ইউএনওকে বরণ উপলক্ষে সংবর্ধনা শিরোনামধর্ষণ মামলায় হয়রানি : মৌলভীবাজারে ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শিরোনামসিলেটে দুই জজের গরু চুরি, ২ মাস পর ২ চোর গ্রেপ্তার শিরোনামমৌলভীবাজার সদরে শ্রেষ্ঠ শিক্ষক যারা শিরোনামপিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’ শিরোনামকারা কতোদিন থাকে আমরাও দেখবো : কাদের শিরোনামছাদখোলা বাসে কোন কোন রুটে ঘুরানো হবে সানজিদাদের? শিরোনামজীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি পাঠাল রোহিঙ্গারা শিরোনামদেশে ৫৫ দিন পর করোনায় মারা গেলেন ৫ জন শিরোনামজবির প্রথম ফটকের সামনের রাস্তাটি যেন মরণফাঁদ! শিরোনামসানজিদাদের সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে `ছাদখোলা চ্যাম্পিয়ন বাস` শিরোনামমৌলভীবাজারের খানদানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা শিরোনামসাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব শিরোনামপ্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর : যুবককে ১০ বছরের জেল শিরোনামইহুদি সৈন্যদের মাধ্যমে আল-আকসা`র পরিচালক আটক শিরোনামকমলগঞ্জে ৫ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত শিরোনাম৬০ ছাত্রীর গোসলের ভিডিও ফাঁস, জানা গেল চাঞ্চল্যকর তথ্য শিরোনামলাউয়াছড়ায় পর্যটককে উত্যক্ত করায় ২ লম্পট আটক শিরোনামবাঘিনীদের জয়ে জাগবে কি বাংলার ফুটবল? শিরোনামনিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শিরোনামফাইনালে বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালি কোচ শিরোনামপাহাড়ি মেয়েরা বাংলাদেশকে পৌঁছে দিলো হিমালয় শিখরে শিরোনামকথা রাখলেন সানজিদারা, প্রথমবারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ শিরোনামমৌলভীবাজার-হবিগঞ্জ যুবলীগে পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান শিরোনামখেলার প্রথমার্ধেই নেপালের জালে বাংলাদেশের ২ গোল শিরোনামছাত্রদল ছাড়া শিক্ষা দিবসে শ্রদ্ধা জানালো সব সংগঠন শিরোনামনিজের ইচ্ছেমতো হিজাব পরায় তরুণীকে পুলিশের মারধর শিরোনামমৌলভীবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিরোনামকাদিপুরের মণ্ডপে এবারের আকর্ষণ এক হাজার হাতের দুর্গা প্রতিমা শিরোনামইছামতী নদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার শিরোনামকমলগঞ্জে থামছে না সড়কের গাছ চুরি শিরোনামভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ শিরোনামনবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শিরোনামমৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১০ অক্টোবর শিরোনামবাস্তবে কি জলপরী আছে? শিরোনামকমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ সমাবেশ শিরোনামসাংবাদিক মিজানুর রহমানের রোগমুক্তির জন্য দোয়া কামনা শিরোনামদেশে ইলিশ বিক্রি বন্ধ থাকবে আগামী ২২ দিন শিরোনামতাহিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে নদীপথে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ শিরোনামপ্রথমবার চাতলাপুর বন্দর দিয়ে ত্রিপুরায় গেল ইলিশের চালান শিরোনাম‘ধর্ম অবমাননা’র অভিযোগে গ্রেপ্তার শ্রীমঙ্গলের প্রীতম শিরোনামকবিরাজীর নামে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার শিরোনামদেশে কমতে পারে ভোজ্য তেলের দাম! শিরোনাম১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু শিরোনামভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা করার আহ্বান প্রধানমন্ত্রীর শিরোনামনাসায় নিয়োগ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী মিলন শিরোনামবাড়লো এলপিজি সিলিন্ডারের দাম শিরোনামকুলাউড়ায় দেশীয় তৈরী ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১ শিরোনামমৌলভীবাজারে মারামারি মামলায় যুবকের ১ বছরের কারাদন্ড শিরোনামভাঙা কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার শিরোনামহলের গেস্টরুমে সাংবাদিক নির্যাতন, ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার শিরোনামপাকিস্তান জিতে গেলেই, এশিয়া কাপ যাত্রা শেষ ভারতের শিরোনামবিদ্যালয়ে শিক্ষার্থী ৭ জন নেই কোনো শিক্ষক, পরিদর্শনে ইউএনও শিরোনামকমলগঞ্জে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সভাপতি লোকমান, সম্পাদক এবাদুল শিরোনামবাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন শিরোনামএ যুগেও বর্বরতা, ডাইনি সন্দেহে ৩ নারীকে হত্যা! শিরোনামমৈত্রী পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলেন হাসিনা-মোদি শিরোনামমৌলভীবাজারে যুবলীগে ৬ পদে ৮৯ জনের সিভি জমা শিরোনামনাচতে পোল্যান্ড যাবেন পারসা ইভানা শিরোনাম‘ঝিমুনি’ রোগে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী! শিরোনামবিএনপির জেনেও প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন মাজহারুলকে শিরোনামদিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় প্রধানমন্ত্রী শিরোনামতিস্তা চুক্তি স্বাক্ষতির হবে শীগ্রই, আশা প্রধানমন্ত্রীর শিরোনামবিদায় নিচ্ছেন জনসন, ইংল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী ট্রাস শিরোনামপৃথিবীর অদ্ভুত ৫ ফুল! শিরোনামদুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শিরোনামচীনে ভয়াবহ ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু, আরও বাড়ার শঙ্কা! শিরোনামশেখ হাসিনা-নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক আলোচনা শুরু শিরোনামকুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩ শিরোনামভারতের সাথে যৌথ গবেষণা করবে বাংলাদেশের বশেমুমেবি শিরোনামমেট্রোরেল : কোন রুটে ভাড়া কতো? শিরোনামভারতের রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শিরোনামবাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ`র ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শিরোনামবেফাঁস কথা বলে ভারত সফর থেকে বাদ পড়লেন মোমেন? শিরোনাম১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা শিরোনামমমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলোনা প্রধানমন্ত্রীর! শিরোনামদুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে প্রায় আড়াই হাজার টন ইলিশ শিরোনামজুড়ীতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটির অনুমোদন শিরোনামমৌলভীবাজারে ডিবির অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ আটক ১ শিরোনামধারাবাহিক রহস্য উপন্যাস ‘দুই সত্তা’ শিরোনামবার্মিংহামে অনুষ্ঠিত হলো বাংলা মেলা শিরোনামমৌলভীবাজারে উদ্যোক্তা মেলা উদ্বোধন শিরোনামনিখোঁজের ৩দিন পরে পানিতে ভেসে ওঠলো শিশুটি শিরোনামদামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি? শিরোনামদেড় হাজার ছিনতাই করেছে শাকিলের ভুয়া পুলিশের চক্র! শিরোনামমাত্র ২০ হাজার টাকার জন্য দোকানিকে হত্যা! শিরোনামগাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক শিরোনাম৫ সেপ্টেম্বর থেকে মাস্টার্স ভর্তি শুরু শিরোনামমাজহারুলের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না ফখরুল শিরোনামটি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের শিরোনামমৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা শিরোনামশাওন হত্যায় ডিবিসহ ৪২ জনের নামে মামলা করলো বিএনপি শিরোনামশকুন রক্ষায় এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে শিরোনামকোটি মানুষের স্বপ্ন বঙ্গামাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিরোনামশোধ নিলো শ্রীলংকা, ১৭৫ রান করেও পার পেলো না আফগানিস্তান শিরোনাম২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি শিরোনামচলে গেলেন খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার শিরোনামচা শ্রমিকদেরকেও পাকা ঘর করে দেবেন প্রধানমন্ত্রী শিরোনামব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজরা শিরোনামবঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যাকে পাশে চান চা শ্রমিকরা শিরোনামকুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি! শিরোনামচা শ্রমিকদেরকেও পাকা ঘর করে দেবেন প্রধানমন্ত্রী শিরোনামবিশ্ববাজারে কমল ডলারের দাম, বাড়ল স্বর্ণের শিরোনামব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজরা শিরোনামকুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি! শিরোনামচা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু শিরোনামচা শ্রমিকদের দেয়া চুড়ি পড়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শিরোনামবঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যাকে পাশে চান চা শ্রমিকরা শিরোনামবিশ্ববাজারে কমল ডলারের দাম, বাড়ল স্বর্ণের শিরোনামবেশি ভাড়ার প্রতিবাদ করায় পলিটেকনিক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে জখম শিরোনামজামাতে নামাজ ঘরের ভেতর পড়ায় ২৬ জনের বিরুদ্ধে এফআইআর শিরোনামজাতিসংঘ পুলিশ প্রধান ও আইজিপি’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শিরোনামবেশি ভাড়ার প্রতিবাদ করায় পলিটেকনিক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে জখম শিরোনামমিছিল থামিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা দিলেন যুবলীগের নেতারা শিরোনামসীতাকুণ্ড : পাহাড়, ঝর্না আর সমুদ্রের মায়াবি হাতছানি শিরোনামতাইওয়ানকে অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষোভ দেখাচ্ছে চীন শিরোনামসব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা বিকাল হবার শিরোনামশোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’ শিরোনাম‘জিয়াউর রহমান ছিলেন একজন ঠান্ডা মাথার খুনি’ শিরোনামপ্রধানমন্ত্রীর সাথে কথা বলতে অধীর অপেক্ষায় চা শ্রমিকরা শিরোনামঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩ শিরোনাম১৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে শিরোনামহংকংকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল পাকিস্তান শিরোনামতুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল, গ্রিসের কোনো দাম নেই: এরদোগান শিরোনামরাণীশংকৈলে নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিরোনাম‘‌সরকার বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে’ শিরোনামরাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ শিরোনামকুবিতে লিও ক্লাবের প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিরোনামতাদের চেয়েও আমরা অনেক ভাল আছি : রওশন এরশাদ শিরোনামবৃক্ষশূন্য সিলেটের সবুজ ফেরাতে তুগলক আজাদের প্রস্তাবনা শিরোনামডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৯০ জন হাসপাতালে ভর্তি শিরোনামমাঠ থেকেই বিএনপির ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ জবাব দেবে মৌলভীবাজার যুবলীগ শিরোনামকরোনায় প্রাণ গেল ১ জনের, নতুন করে আরও শনাক্ত ২১৪ জন শিরোনামজনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশংসিত মৌলভীবাজারের ট্যুরিস্ট বাস সার্ভিস শিরোনামমৃতদেহের সাথে ড্রাম বাঁধা ছিলো, এক পা ছিলো কলসির ভেতরে শিরোনামগুগলের সঙ্গে গল্প করা যাবে মন খুলে, তবে গালি দিলেই বিপদ শিরোনামসুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী শিরোনামদেশে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত আরও ২১৪ জন শিরোনামদেশে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত আরও ২১৪ জন শিরোনামর‍্যাবের অধিনায়ক হলেন সিলেটের বিদায়ী এসপি ফরিদ উদ্দিন শিরোনামআরও টেকসই হয়ে এগিয়ে যাচ্ছে দেশের বস্ত্রখাত শিরোনামকচ্ছপ উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত শিরোনামদুই বিভাগের ঠেলাঠেলিতে বলির পাঠা সাধারণ মানুষ শিরোনামআফগানিস্তানের সাথে ৭ উইকেটে হারলো বাংলাদেশ শিরোনামসারী নদীতে শতশত নৌকা বেঁধে শ্রমিকদের অবরোধ শিরোনামসেপ্টেম্বরে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শিরোনামডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের আটক ঝুমন শিরোনামআমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা শিরোনামযে টাকা মজুরি পাই তা দিয়ে শহরের ডাক্তারের ভিজিটের টাকাও হয়না শিরোনাম‘হাসপাতালে গেলেই ডাক্তারবাবু হাতে প্যারাসিটামল ধরিয়ে দেয়’ শিরোনামইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান শিরোনামমৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাখা মিয়া আর নেই শিরোনামচা শ্রমিকদের পর এবার সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট শিরোনাম‘ছাত্রলীগ কর্মীদের বই ও কলাম পড়তে উৎসাহিত করেছি’ শিরোনামআজ রাতেই জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হবে, লিটারে কমেছে ৫ টাকা শিরোনামমৌলভীবাজার পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনামবাগানে ফিরেছে প্রাণ, পুরোদমে কাজে নেমেছেন চা শ্রমিকরা শিরোনামফার্নিচার ব্যাবসার আড়ালে মাদক ব্যবসা, আটক ২ শিরোনামগিরিশচন্দ্র নয় কোরানের প্রথম বাংলা অনুবাদক আমিরুদ্দিন বসুনিয়া! শিরোনামকবে কমবে জ্বালানী তেলের দাম? শিরোনামপ্রকৌশলীর ঘুষবাণিজ্য, বিল পাস করাতে লাগে ২০ পার্সেন্ট কমিশন! শিরোনাম৪ দিনের ভেতরে অবৈধ ক্লিনিক-ব্লাডব্যাংক বন্ধের নির্দেশ শিরোনামচিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের শিরোনামহারলো পাকিস্তান, জয়ের স্বাদ নিলো ভারত শিরোনাম`হাওয়া` সিনেমার মামলা প্রত্যাহারের উদ্যোগ শিরোনামসেই অদম্য মেধাবী হারিছার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শিরোনামকোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ শিরোনামহেলেন অব ট্রয় রূপে জয়া আহসান শিরোনামকরোনায় নতুন আক্রান্ত ২১৭ জন, মারা যান নি একজনও শিরোনাম‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প শিরোনামচা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা শিরোনাম‘প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কথা ভাবেন, আমরা তাঁর জন্য দোয়া করি’ শিরোনামমৌলভীবাজার সড়ক ব্যবহার করে জ্বালানি তেল-গ্যাস গেল ভারত শিরোনামতাহিরপুরে চাষাবাদ ও পরিবেশ সংরক্ষণে মতবিনিময় সভা শিরোনামবন্যা পুনর্বাসনে ১৫ লক্ষ টাকা দিলেন বাহরাইন প্রবাসীরা শিরোনামশনিবার পর্দা উঠছে এশিয়া কাপের শিরোনামকরোনায় দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬ শিরোনামচা বাগান মালিকদের সঙ্গে শনিবার আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শিরোনামরাজনগরে সিএনজি-অটোরিক্সা চালকদের মানবন্ধন শিরোনাম৯৯৯- এ ফোনে রাজনগরে ৬ জুয়াড়ি আটক শিরোনামমৌলভীবাজারে উত্তপ্ত সড়কে শুয়ে চা শ্রমিকদের বিক্ষোভ শিরোনামমজুরী বৃদ্ধির দাবিতে এবার চা শ্রমিক সন্তানদের মানববন্ধন শিরোনামবড়লেখা সীমান্তে ৭ রোহিঙ্গা আটক শিরোনামশহিদ কাপুরের সঙ্গে প্রায়ই স্ত্রী যা নিয়ে ঝগড়া করেন শিরোনামঠাকুরগাঁওয়ে মাদক কিনতে এসে র‍্যাবের হাতে আটক ক্রেতা শিরোনামগ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর শিরোনামবৃষ্টির সঙ্গে সারাদেশে বাড়বে তাপমাত্রা শিরোনামফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর শিরোনামআজ থেকে করোনার টিকা পাচ্ছেন ৫-১১ বছর বয়সী শিশুরা শিরোনামসকাল ৮ টায় অফিস, মৌলভীবাজারে বেশিরভাগ কর্মকর্তাই অনুপস্থিত শিরোনামশিক্ষার্থীদের মধ্যে ইতিহাসবোধ জাগ্রত করতে হবে: শিক্ষামন্ত্রী শিরোনামশেখ হাসিনার ভিডিও বার্তা চান চা-শ্রমিকরা শিরোনামমৌলভীবাজারে লীলা নাগ স্মৃতি পরিষদ গঠন শিরোনামমৌলভীবাজারে লীলা নাগ স্মৃতি পরিষদ গঠন শিরোনামবালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক শিরোনাম‘তিনদিনের মধ্যে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সুখবর দেবেন’ শিরোনামবিএনপি-জামায়াত চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ছাত্রলীগ নেত্রী শিরোনামকরোনায় শনাক্ত ১৬৭, ৩ জনের মৃত্যু শিরোনামভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান শিরোনামশাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস শিরোনাম২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা শিরোনামদিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে শিরোনামএশিয়া কাপ খেলতে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল শিরোনামঅফিসের সময় শুরুর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী শিরোনামবন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে আর্থিক সহায়তা শিরোনামকাজে যোগ দিয়েছেন চা শ্রমিকদের একাংশ, বাকিরা বিক্ষোভে শিরোনামপ্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরছেন চা-শ্রমিকরা শিরোনামদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ সমাবেশ শিরোনামগুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ৫৯.৪৫ শতাংশ শিরোনামরাণীশংকৈলে মহিলা সংস্থার নারী উদ্যোক্তাদের ভাতা বিতরণ শিরোনামসিগারেটে অতিরিক্ত ৩৬০০ কোটি রুপির কর বসাল পাকিস্তান শিরোনামবিসিবির সিদ্ধান্তের পর যা বললেন ডমিঙ্গো শিরোনাম‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ মাহির শিরোনামমনুরমুখ ইউনিয়নের ২৬টি পরিবারে ঢেউটিন দিলো বন্ধন ইউকে শিরোনামকুলাউড়া রেল লাইন অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন শিরোনামজাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শো আসনে ইভিএম : ইসি শিরোনামকরোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত বেড়েছে শিরোনামশোক দিবস উপলক্ষে রাজনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শিরোনাম৫০০ টাকা চা শ্রমিকদের মজুরি করতে আইনি নোটিশ শিরোনামসয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৭ টাকা শিরোনাম`প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে` শিরোনামশিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না শিরোনামচা শ্রমিক নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে, সিদ্ধান্ত মানছেন না শ্রমিকেরা শিরোনামগাজীপুর থেকে গ্রেফতার মৌলভীবাজারের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার শিরোনামরাজনগরে ৭৫টি পরিবারের মধ্যে বন্ধন ইউকের খাদ্য সহায়তা শিরোনামপর্দা করায় শিক্ষার্থীকে জঙ্গি আখ্যায়িত করে বের করে দিলেন শিক্ষক শিরোনাম‘রাতের অন্ধকারের সিদ্ধান্ত মানি না’ শিরোনামস্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটে যুবকের কারাদন্ড শিরোনামরোটারেক্টর ক্লাব মৌলভীবাজার সরকারি কলেজের শাখার বৃক্ষরোপণ শিরোনামক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ীকে জরিমানা শিরোনাম৩০০ টাকা মজুরির দাবিতে অনড় চা শ্রমিকরা, ফের মহাসড়ক অবরোধ শিরোনামচা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি নির্মলেন্দু গুণের শিরোনামঅফিস সকাল ৮টা-৩টা, শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি শিরোনামটি-টোয়েন্টি থেকে বাদ পড়লেন হেড কোচ ডমিঙ্গো শিরোনাম৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম শিরোনামঠাকুরগাঁওয়ে ‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটকের মঞ্চায়ন শিরোনামফেসবুক ও ইউটিউবকে উসকানিমূলক ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ শিরোনাম৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শিরোনামচা-বাগান যেভাবে জীবন মিশে আছে পাতার রঙে শিরোনামচা বাগানে শ্রম অসন্তোষ নিরসনে যৌথ বিবৃতি শিরোনামজবিতে ছাত্রী ওয়াশরুমের গ্রিল কেটে চুরি শিরোনামমাকে প্রাণে হত্যা চেষ্ঠার অভিযোগে ছেলের কারাদন্ড শিরোনাম‘রুটি-রুজির সংগ্রাম’ চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের শিরোনামগ্রেনেড হামলা দিবস: মৌলভীবাজারে যুবলীগের দোয়া মাহফিল ও শিরনী বিতরণ শিরোনামমৌলভীবাজারে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আটক ২ শিরোনামসিঙ্গাপুরে লাইফ সাপোর্টে সেব্রিনা ফ্লোরা শিরোনাম‘যানজটে পড়ায় নয়, দায়িত্বে অবহেলায় মুরাদনগরের ওসিকে প্রত্যাহার’ শিরোনামগার্ডার পড়ে মৃত্যু; ১০ জনের নামে আদালতে মামলা শিরোনামসন্তোষের পরিবারকে ১ লক্ষ টাকা দিলেন বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস শিরোনামআলিয়া ভাট থেকে কাপুর হতে চান শিরোনামকুড়িয়ে পাওয়া আইফোন ফিরিয়ে দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র শিরোনামগ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে আলোচনা সভা শিরোনামসিলেটের নান্দনিক বাস টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় শিরোনামকরোনায় মোট শনাক্ত ছাড়াল ৬০ কোটি, আরও ১২০০ জনের মৃত্যু শিরোনামচা-শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ শিরোনামপররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আইনি নোটিশ শিরোনামবৃষ্টি কমে বাড়ছে তাপমাত্রা শিরোনামরক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট শিরোনামকলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল শিরোনাম২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শিরোনামমজুরী প্রত্যাখান করে ফের ধর্মঘটের ডাক, সড়কে অবস্থান চা শ্রমিকদের শিরোনামকুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং শিরোনামসন্তানের সামনেই মাকে গণধর্ষণ, আটক ৩ শিরোনামসিএমএফ এর কমিটি গঠন সভাপতি হোসাইন, সম্পাদক ফরহাদ শিরোনাম‘চা শ্রমিক নেতারা দালাল, সমঝোতা মানি না’ শিরোনামঅভিজ্ঞতা ছাড়াই এনজিও’তে চাকরি, বেতন ২৪০০০ শিরোনামচাকরি পাচ্ছেন সেই ঢাবি ছাত্র সন্তোষ, সুখের আশায় চা শ্রমিক মা শিরোনামঅনলাইন ইনকাম ২০২২ | অনলাইনে আয় | Eye News শিরোনামঅভিজ্ঞতা ছাড়াই এনজিও’তে চাকরি, বেতন ২৪০০০ শিরোনামচাকরি পাচ্ছেন সেই ঢাবি ছাত্র সন্তোষ, সুখের আশায় চা শ্রমিক মা শিরোনামচা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার শিরোনামবিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত শিরোনামকরোনায় দেশে শনাক্ত ১০০ মৃত্যুশূন্য শিরোনামমৌলভীবাজারে চক্ষু হাসপাতালের পাওয়ার সাবস্টেশন ফলক উন্মোচন শিরোনামপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান মির্জা ফখরুল শিরোনামবীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী আজ শিরোনামশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জুড়ীতে মঙ্গল শোভাযাত্রা শিরোনামআগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব : পরিকল্পনামন্ত্রী শিরোনামমৌলভীবাজারে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিরোনামদিনাজপুরের শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্রা শিরোনামবিশ্ব আলোকচিত্র দিবস আজ শিরোনামসার-তেলের মূল্যবৃদ্ধি: চাষাবাদে দুশ্চিন্তায় কৃষকরা শিরোনামশিক্ষক বাতায়নের ‘সেরা অনলাইন কন্টেন্ট নির্মাতা’ হলেন আরিফুল ইসলাম শিরোনামআগুনে পুড়ে ছাই চা বাগানের শ্রমিক পরিবারের তিনটি বসতঘর শিরোনামজন্মাষ্টমী নিয়ে বিরূপ মন্তব্য, পুলিশ হেফাজতে শ্রমিক লীগ নেতা শিরোনামকমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত শিরোনামশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ শিরোনামশ্রীমঙ্গলে চা বাগানে মাটি খুঁড়তে গিয়ে চারজনের মৃত্যু শিরোনামজাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চায় বিএনপি শিরোনাম‘হিন্দুরাও এদেশের সন্তান, কখনো নিজেদের ছোট মনে করবেন না’ শিরোনামযেন এদেশে হিন্দুদের কোনো অধিকারই নেই : প্রধানমন্ত্রী শিরোনামকরোনায় দেশে একজনের মৃত্যু, আক্রান্ত ১৪০ শিরোনামবাড়িতে ফিরেই রাজ্যের আকিকা অনুষ্ঠান করলেন পরীমনি শিরোনামবীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ শিরোনামদৈনিক ৩০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা শিরোনামচা শ্রমিকদের আন্দোলনে উদ্দীপ্ত তারুণ্যের সংহতি শিরোনামপ্রয়োজনে না খেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের শিরোনামনবীগঞ্জে দুস্থদের মধ্যে চাল বিতরণ করেন এমপি মিলাদ শিরোনামঅন্যের জমি জালিয়াতি করে কলেজ কমিটির কাছে বিক্রির অভিযোগ! শিরোনামবীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী আজ শিরোনামসিডস ফর দ্য ফিউচার’: বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাচ্ছেন ৮ জিনিয়াস! শিরোনাম‘এই মুহূর্তে যা প্রয়োজন তা সাকিবের আছে’ শিরোনামজিম্বাবুয়েতে হাম প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু! শিরোনামবেশি দামে ডিম, মুরগি বিক্রি করায় জরিমানা শিরোনামকাবুলে নামাজের সময় মসজিদে হামলা, অন্তত ২০ মৃত্যু! শিরোনামসাংবাদিক বাছিতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন শিরোনামউৎপাদন কমে দেশের চা-শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা শিরোনামসিলেটে টিকিট কালোবাজারি: আটক ২, বরখাস্ত ১ শিরোনামজন্মাষ্টমী শুরু, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শিরোনামদেশে ফিরে কে-টু জয়ের রোমাঞ্চকর গল্প শোনালেন ওয়াসফিয়া শিরোনামনিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র শিরোনামসাংবাদিক বাছিতকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা শিরোনামআইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে সেরা দশে মোস্তাফিজ, পিছিয়েছেন মুশফিক শিরোনামবাংলাদেশ পুলিশে একজন ফারুক আহমদ শিরোনামবোমা হামলার প্রতিবাদে মৌলভীবাজার ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন শিরোনামআইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে সেরা দশে মোস্তাফিজ, পিছিয়েছেন মুশফিক শিরোনামবানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনামসিরিজ বোমা হামলার প্রতিবাদে মৌলভীবাজারে যুবলীগের বিক্ষোভ মিছিল শিরোনাম‘দণ্ডপ্রাপ্ত আসামিদের কাউকে ছাড় দেবে না সরকার’ শিরোনামরাজনগরে আ.লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনামশৈলকুপায় শিক্ষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড শিরোনামসরকারি অফিসে ২৫ ডিগ্রি তাপমাত্রায় এসি ব্যবহারের নির্দেশনা শিরোনামখালেদা জিয়া ছাড়া দেশ চলবে না : ডা. জাফরুল্লাহ চৌধুরী শিরোনাম৮৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার শিরোনামভ্যাটের নামে অনিয়মের দায়ে ট্রেডিশনসকে জরিমানা শিরোনামক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া শিরোনামজাতীয় শোক দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসনের আর্থিক সহায়তা শিরোনামবসবাসের নিরাপদ ঠাই পেলেন শ্রীমঙ্গলের আব্দুল মালিক শিরোনামসিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল শিরোনামগার্ডার চাপায় নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট শিরোনাম৫ম শ্রেণীর ছাত্রী ৭ মাসের গর্ভবতী, আটক দুলাভাই শিরোনামছাত্রলীগের ওপর লাঠিচার্জ : আরও ৫ পুলিশকে প্রত্যাহার শিরোনামশ্রমিকদের আন্দোলনে অচল চা বাগানগুলো শিরোনামপ্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মানবাধিকার প্রধান মিশেল বাচেলেট শিরোনামজন্মনিবন্ধন করতে আর লাগবে না মা-বাবার জন্মসনদ! শিরোনামছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প শিরোনামমোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! শিরোনামবাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই শিরোনামনবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন শিরোনামকমলগঞ্জে সাংবাদিককে হত্যাচেষ্ঠা, থানায় মামলা দায়ের শিরোনামনবীগঞ্জে অভিযানে চায়না দোয়াইর ও কারেন্ট জাল জব্দ শিরোনামগুচ্ছের `বি` ইউনিটে পাশের হার ৫৬.২৬ শতাংশ শিরোনামচা শ্রমিকদের সংকট নিরসনে বুধবার ত্রিপাক্ষীয় বৈঠক শিরোনামসিপিএএম সিজন-১০ প্লেয়ার রেজিস্ট্রেশন উদ্বোধন শিরোনামশ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠক : চা শ্রমিকদের কর্মবিরতি চলবে শিরোনামআগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার শিরোনামঢাকায় একই দিনে দুই দুর্ঘটনা : দোষীদের বিচার চান মির্জা ফখরুল শিরোনামখোলা বাজারে ডলার এখন বিক্রি হচ্ছে ১১৪ টাকায় শিরোনামখেলছিল পারে, লাশ ভাসছিল পুকুরে শিরোনামগার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে মর্গে এসেছেন ৭ স্ত্রী! শিরোনামরাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালিত শিরোনামশ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে চা শ্রমিকদের বৈঠক শিরোনামট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু শিরোনামমৌলভীবাজারে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা শিরোনামযথাযোগ্য মর্যাদায় শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় শোক দিবস শিরোনামগার্ডার চাপায় ঝরলো ৫ মৃত্যু : দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা শিরোনামপবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করলেন সৌদি ক্রাউন প্রিন্স শিরোনামফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ ভারত শিরোনামনবীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ১ শিরোনামকমলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত শিরোনামশোক দিবসে ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ শিরোনামশোক দিবসে রাণীশংকৈলে আলোচনা সভা ও দোয়া মাহফিল শিরোনাম‌`ঘাতকরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নয় বাংলাদেশকেই হত্যা করেছিল` শিরোনামবিশ্বে জাতির পিতা হত্যা: বিচার ও মর্যাদা! শিরোনামশোক দিবসে যুবলীগের দোয়া মাহফিল ও শিরনী বিতরণ শিরোনামচা-শ্রমিকদের ধর্মঘট: সংকট নিরসনে মঙ্গলবার বৈঠক শিরোনামডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর, ঘুমন্ত অবস্থায় ৬ জনের মৃত্যু শিরোনামচকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুনে ৬ জনের মৃত্যু শিরোনামচকবাজার পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে শিরোনামবাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো মৌলভীবাজারের সুপ্রিয় শিরোনামবাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো মৌলভীবাজারের সুপ্রিয় শিরোনামমৌলভীবাজারে বঙ্গবন্ধু : খুঁজে পাই পিতার পদচিহ্ন (ভিডিও) শিরোনাম‘খুনি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির কপালে কালিমা লেপন করেছে’ শিরোনামরক্তাক্ত ১৫ই আগস্ট শিরোনামমৌলভীবাজারে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন রোকসানা আক্তার শিরোনামফুল শিরোনামবিতর্ক শেষে দলপতি হয়েই মাঠে ফিরলেন সাকিব শিরোনামজবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় এডমিশন হেল্প ডেস্ক শিরোনামচা শ্রমিক ধর্মঘট: ১ দিনে ক্ষতি ৩০ কোটি টাকা শিরোনামচা-শ্রমিকের মজুরি বাড়ানো উচিৎ কি-না একটু ভাবুন শিরোনামছাত্র বিয়ে করা সেই কলেজ শিক্ষিকার মৃতদেহ উদ্ধার শিরোনামআহত সাংবাদিক বাছিতের অবস্থা আশংকাজনক শিরোনাম৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন শিরোনামসড়ক অবরোধ করে ধর্মঘটে যোগ দিয়েছেন জুড়ীর চা শ্রমিকরাও শিরোনামপ্রথমবারের মতো জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের ঢাকা সফর শিরোনামকুলাউড়ায় অধ্যাপক নাজমা বানু লাঞ্ছিত শিরোনামগুচ্ছ পদ্ধতির `খ` ইউনিটের পরীক্ষায় কুবিতে উপস্থিত ৯৪ শতাংশ শিরোনামকমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাংবাদিক বাছিত শিরোনামলাগাতার কর্মসূচি-ধর্মঘটে প্রায় অচল কমলগঞ্জের ২২টি চা বাগান শিরোনামবাবু মোর কেউ নাই, গরীব লোকের বিচার নাই, মোর বিচার কেউ করবেনি? শিরোনামনৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল শিরোনামকাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের জরুরি বৈঠক শিরোনামবাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া শিরোনামকোকাকোলার সাথে দুধ মিশালে তা পানির মত স্বচ্ছ দেখায় কেন? শিরোনামকাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ শিরোনামকেন তেলের দাম বৃদ্ধি- ব্যাখ্যার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শিরোনামশিক্ষা সপ্তাহে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শিরোনামমৌলভীবাজারে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা শিরোনামসাকিব-পাপনের সম্পর্কে ফাটল, প্রসঙ্গে বেটিং কোম্পানির সাথে চুক্তি শিরোনামবঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মার্কিন যোগসাজশ শীর্ষক আলোচনা সভা শিরোনামমালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু শিরোনাম১০০ বোতল ফেন্সিডিল-গাঁজা নিয়ে নারীসহ একজন আটক শিরোনামরাশিয়া-ইউক্রেন যুদ্ধের কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র! শিরোনামবাংলাদেশি বন্দর হয়ে কলকাতা থেকে আসা প্রথম চালান গেলো মেঘালয়ে শিরোনামহোটেল রুমে পাওয়া গেলো নারী ডাক্তারের মৃতদেহ শিরোনামশ্রীমঙ্গলে মাদকাসক্ত ছেলেকে জেল হাজতে দিলেন মা শিরোনামশুদ্ধাচারে মৌলভীবাজারে শ্রেষ্ঠ যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ শিরোনামসান্তনাদায়ক জয় পেলো বাংলাদেশ শিরোনামসেন্সর বোর্ড আমাদের দেশে ফাঁসির রজ্জুর মতো: জয়া আহসান শিরোনামনবীগঞ্জে পরিমাপে কম দেয়ায় একাধিক ফিলিং স্টেশনকে জরিমানা শিরোনামসংস্কারের অভাব, নবীগঞ্জ-মার্কুলী সড়কের দুর্ভোগ চরমে শিরোনামকুলাউড়ায় কলেজ ক্যাম্পাসে ঢুকে ভিডিও বানানোর সময় ২ ‘টিকটকার’ আটক শিরোনামভাড়া বৃদ্ধি হওয়ায় সিলেটের রেল স্টেশনগুলোতে বেড়েছে যাত্রীর চাপ শিরোনামডলারের বাজারে আগুন, বর্তমান দাম ১১৯ টাকা শিরোনামমৌলভীবাজারে কোন রুটে বাস ভাড়া কত? শিরোনামস্বেচ্ছায় রক্তদানের চেয়ে মহৎ কিছু হতে পারে না: মোস্তাফা জব্বার শিরোনাম২৫৬ রানের টার্গেট দিয়ে শুরুতেই ২ উইকেট তোলে নিলো টাইগাররা শিরোনামনব নির্মিত ব্রিজটি যেন হাজার মানুষের মরণ ফাঁদ! শিরোনামডলার সঙ্কট: খোলা বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে উঁচু দরে চলছে কেনাবেচা শিরোনামজাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী শিরোনামরাতের আঁধারে রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করে কারা? শিরোনামবিআরটিতে মোটা বেতনে চাকরির সুযোগ! শিরোনামসরকারের রাজস্ব ফাঁকি; মৌলভীবাজারে অবাধে চলছে ডলার-পাউন্ড কেনাবেচা শিরোনামমান বাঁচানোর ম্যাচ বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন শিরোনামলোডশেডিং বাড়ছে লন্ডনেও শিরোনামসন্তান দেওয়ার কথা বলে নিঃসন্তান ভক্তকে ধর্ষণ করলেন ভণ্ড গুরু শিরোনামমেজোমামা খুব বোকা শিরোনামফের উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, সন্ত্রাসীর গুলিতে ২ জনের মৃত্যু শিরোনামজেনে নিন বিশ্বের কোন দেশে জ্বালানির দাম কত? শিরোনাম‘স্মৃতির আঙিনায়’ জয়া আহসানের সাথে গল্পে মাতলেন বার্জার শিরোনামঅবৈধ পথে ইতালি স্বপ্নের যাত্রা, মৃত্যুর শোকে কাতর স্বজনরা শিরোনামবড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শিরোনামঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শিরোনামযাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষ; নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার শিরোনামশ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস পালিত শিরোনামসিলেটে ৫ পেট্রল পাম্পকে লাখ টাকা জরিমানা শিরোনামমজুরি বৃদ্ধির দাবিতে ৪২ চা বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি শিরোনামভয়াবহ সেশনজটের কবলে কুবির বিভিন্ন বিভাগ শিরোনামযাত্রীবাহী বাসে ডাকাতি-ধর্ষণ: মূলহোতাসহ ১০ আসামি ডিবির হাতে শিরোনামহঠাৎ ট্রাম্পের বাড়িতে এফবিআই`র হানা, সিন্দুক ভাংচুর শিরোনাম৫ম শ্রেণী পাশ, নেই কোনো ডিগ্রি, তবু তিনি ডিগ্রিধারী ডাক্তার শিরোনামমৌলভীবাজারে গাছ রোপনের শর্তে দুই আসামীকে মুক্তি দিলেন আদালত শিরোনামসিলেটে বিভাগীয় বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি শিরোনামদুঃসংবাদ দিলো ফেসবুক, বন্ধ হচ্ছে লাইভে পণ্য বিক্রি শিরোনামদেশে করোনা শনাক্তের হার ৫ দশমিকের নিচে, ৩ জনের মৃত্যু শিরোনামআত্মপ্রত্যয়ী, অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী বঙ্গমাতা: পরিবেশমন্ত্রী শিরোনামবঙ্গবন্ধু হত্যাকান্ড : প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ শিরোনামগাজা ইসরায়েলের যুদ্ধবিরতি পর ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি শিরোনামবঙ্গমাতার জন্মদিনে মৌলভীবাজারে দুস্থ নারীদের চেক ও সেলাই মেশিন বিতরণ শিরোনামমৌলভীবাজারসহ সাত জেলায় বইছে তাপপ্রবাহ শিরোনামওজনে কম দেওয়ায় কুলাউড়ার পেট্রল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা শিরোনামসৌদিতে নির্যাতনের শিকার; দেশে ফেরার আকুতি হবিগঞ্জের তরুণীর শিরোনামকলেজছাত্রীর সঙ্গে স্কুলছাত্রের প্রেম, মামলা করলেন মেয়ের বাবা শিরোনামমুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ: হাইকোর্টের নজরে আনলেন সুমন শিরোনামবঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী শিরোনামকবির শহর শিলচরে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা শিরোনাম‘মাদক বিজ্ঞানী’ সাঈদ কারাগারে শিরোনামমৌলভীবাজারে যুবলীগের প্রতিবাদ মিছিল শিরোনামঅভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ! শিরোনামদেশে ফিরেছেন ৫৭ হাজার ৯শ হাজি শিরোনামবঙ্গমতা ফজিলাতুন নেছা মুজিব: দ্য ফার্স্ট লেডি অব বাংলাদেশ শিরোনাম`আটটা বাজলেই বাত্তি অফ করি দেই` শিরোনামবিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ শিরোনামরাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিরোনামসিলেটে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ আটক দুই শিরোনামঢাকায় শো করতে আসছে বিটিএস! শিরোনামএবার সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব শিরোনামএবার ট্রেনের ভাড়াও বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর শিরোনামসেপ্টেম্বর থেকে লোডশেডিং কমবে, আশা প্রতিমন্ত্রীর শিরোনামকরোনার কিট সাশ্রয়ী মূল্যে তৈরি করলো বাংলাদেশ শিরোনামলিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ক্লাস ১০ আগস্ট শুরু শিরোনামফেসবুকে পিস্তলের ছবি আপলোড, যুবক আটক শিরোনামমৌলভীবাজারে ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে জরিমানা শিরোনামতামিম বাহিনীর সামনে আজ সিরিজ বাঁচানোর মিশন শিরোনামবন্ধু দিবস আজ, কাছে আছে কী আপনার বন্ধুরা? শিরোনামএশিয়া কাপের দল ঘোষণার জন্য তিনদিন বেশি সময় পেলো বাংলাদেশ শিরোনামহিরো আলমকে ‘টিউনলেস’ বাংলাদেশি স্টার বললো আরব নিউজ শিরোনামসোমবার থেকে চীনের ভিসা পাবে বাংলাদেশী শিক্ষার্থীরা শিরোনামসোমবার বরুণা মাদরাসায় আসছেন আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী শিরোনামজ্বালানি তেলের উত্তাপ সবজি বাজারে শিরোনামদেশে আগে কখনো স্বর্ণের এতো দাম দেখেনি মানুষ! শিরোনামওসমানীনগরে তরুনীকে সংবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ শিরোনামবড়লেখায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা শিরোনামকানাডায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু শিরোনামমানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যাণ সংস্থা’র ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত শিরোনামকাবুলে আইএসের হামলায় নিহত ৮ শিরোনামজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সারাদেশে প্রতিবাদ শিরোনামবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম শিরোনামসরকার আজ দানবে পরিণত : মির্জা ফখরুল শিরোনামজ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সিলেট-সুনামগঞ্জ রুটে ভাড়া বেড়ে ১৪০ টাকা শিরোনামকাপ্তাই লেকের পানিতে নেমে পর্যটকের মৃত্যু শিরোনামজ্বালানী তেলের দামের সাথে কমলগঞ্জে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী শিরোনামকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ২২০ শিরোনামপুলিশ পরিচয়ে ছিনতাই, যুবলীগ নেতা আটক শিরোনামজ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজীরবিহীন: জিএম কাদের শিরোনামঅনেক দেশের তুলনায় দেশে জ্বালানির দাম কম: তথ্যমন্ত্রী শিরোনামজ্বালানির দামবৃদ্ধি, নতুন ভাড়া নির্ধারণে বৈঠকে পরিবহন নেতারা শিরোনামহাওরে জলাবদ্ধতা নিরসন ও অপরিকল্পিত সেতু অপসারণের দাবিতে মানববন্ধন শিরোনামতেল না পেয়ে বিক্ষোভ, সিলেটে সড়ক অবরোধ শিরোনামসিলেট রেলস্টেশনে হঠাৎ এবার সেই রনি শিরোনামজ্বালানী তেলের দাম বৃদ্ধি: সিলেটে পরিবহন সঙ্কট, ভোগান্তি শিরোনামজবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আল-আমিন ও আসিফ শিরোনামআরেক দফা বাড়লো জ্বালানী তেলের দাম শিরোনামমৌলভীবাজারের লুৎফর রহমান বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক শিরোনামতারাকান্দায় শেখ কামালের জন্মবার্ষিকীতে পুস্তবক অর্পণ শিরোনামবানারীপাড়ায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত শিরোনামকুলাউড়ায় শতকোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের মই! শিরোনামচীনকে ‘দুষ্ট প্রতিবেশী’ বললেন তাইওয়ানের প্রধানমন্ত্রী শিরোনাম‘শেখ কামালের নীতি অনুসরণ করে যুব সমাজ নিজেদেরকে গড়ে তুলবে’ শিরোনামজুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন আর নেই শিরোনামহিরো আলমকে নিয়ে আরব নিউজের প্রতিবেদন শিরোনামওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল শিরোনামচার ব্যাটসম্যানের ফিফটিতে টাইগারদের সংগ্রহ তিনশোর বেশি শিরোনামশেখ কামালের জন্মদিনে মৌলভীবাজারে সাইকেল ও গাছের চারা বিতরণ শিরোনামবাসটিতে তাঁকে ছয়বার ধর্ষণ করা হয়েছিল, জানালেন ভুক্তভোগী নারী শিরোনামরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে স্বামীর মরদেহ উদ্ধার শিরোনামমৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন শিরোনামসিলেটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত শিরোনামরাজনগরে যুক্তরাষ্ট্রের কাউন্সিলম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময় শিরোনামমানি লন্ডারিং করে টাকার পাহাড় গড়েছেন সাবেক মন্ত্রীর এপিএস শিরোনাম‘সিলেট সাইট’ নামে ভয়ঙ্কর প্রতারণা, আটক ৩ শিরোনামডলারে অস্থিরতার সুযোগে অনিয়ম সিলেটে, বাংলাদেশ ব্যাংকের অভিযান শিরোনামসাংবাদিকের সাথে প্রধান শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ শিরোনামতাইওয়ানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ক্ষিপ্ত চীন শিরোনামআবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা শিরোনামশুক্রবার ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে শিরোনামকর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরলেন ওসমানীর ইন্টার্ন চিকিৎসকরা শিরোনামঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২১ ঘন্টা পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার শিরোনামলুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা শিরোনামপ্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত শিরোনামচলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতি: ভয়ঙ্কর সেই রাতের বর্ণনা শিরোনামড্রাইভিং লাইসেন্স করার নিয়ম শিরোনামমালয়েশিয়া পাঠানোর মতো পর্যাপ্ত কর্মী পাচ্ছে না বাংলাদেশ শিরোনাম২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, দুজনই সিলেটের শিরোনামপঞ্চাশ বছরে বিশ্বের অবনতি অনেক শিরোনামবন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে বিসিএস শিক্ষা ফোরামের অর্থ সহায়তা শিরোনামসাংবাদিককে হুমকি, জবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি শিরোনামবয়োবৃদ্ধকে কুপিয়ে হত্যাচেষ্টা, ইউপি সদস্য কারাগারে শিরোনামস্বামীর পরকীয়ার বলি অন্তঃসত্ত্বা স্ত্রী শিরোনামরাজনগর পুলিশের অভিযানে ৪ জুয়াড়িসহ আটক ৭ শিরোনামপিতা-পুত্রের অস্বাভাবিক মৃত্যু: ১০ দিনেও ফেরেনি মেয়ের জ্ঞান শিরোনামবাংলাদেশিরা যেভাবে গ্রিসে বৈধ হবেন শিরোনামমৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল শিরোনামওসমানী মেডিকেলে দুই শিক্ষার্থীর ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার শিরোনামসাপ্তাহিক চাকরির খবর শিরোনামমৌলভীবাজার সড়ক ব্যবহার করে জ্বালানি তেল-গ্যাস নেবে ভারত শিরোনামদেশে ফিরেছেন অর্ধ লক্ষ হাজি শিরোনামমৌলভীবাজারে ৬৭৮ জনকে ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স’, তোলপাড়! শিরোনামযাত্রীবাহী বাস জিম্মি করে ডাকাতি, নারী যাত্রীকে ধর্ষণ! শিরোনামকমলগঞ্জে ছড়া থেকে বৃদ্ধার লাশ উদ্ধার শিরোনামফের বাড়লো সোনার দাম শিরোনামকমলগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটে গ্রেফতার শিরোনামচুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার শিরোনামনবীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড শিরোনামআমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত শিরোনাম‘সিলেটে ঘুষ ছাড়া সহজে কারো পাসপোর্ট হয়না’ শিরোনামরাস্তা দখল করে গড়ে ওঠেছে সার কারখানা, দুর্ভোগে এলাকাবাসী শিরোনামওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত শিরোনাম‘নির্বাচন এসে গেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে’ শিরোনামপ্রবল উৎসাহে বৃক্ষমেলায় বিক্রি হচ্ছে পরিবেশের শত্রু ইউক্যালিপটাস গাছ শিরোনামপ্রয়াণ দিবসে গানে গানে কবিগুরুকে স্মরণ করবে মৌলভীবাজার শিরোনামরেফারিকে ঘুষি মারায় আজীবনের জন্য নিষিদ্ধ আর্জেন্টিনার ফুটবলার শিরোনাম২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৭ জন হাসপাতালে শিরোনামবিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মাদ্রাসাকে ৮ নির্দেশনা শিরোনামমৌলভীবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটি’র খাদ্যসামগ্রী বিতরণ শিরোনামঅজ্ঞান পার্টির খপ্পরে খোদ পুলিশ কর্মকর্তা শিরোনাম২৪ ঘণ্টায় বাড়েনি মৃত্যু, কমেছে সংক্রমণ শিরোনামজাবিতে ৮ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ শিরোনামবন্যার পর এবার সুনামগঞ্জবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে নদীভাঙন শিরোনামপাকিস্তানের গণমাধ্যম বলছে- ‘শেখ হাসিনার থেকে শিখুন’ শিরোনামছিনতাইয়ের ১১ দিন পর উদ্ধার হলো জবির ছাত্রীর মোবাইল, আটক ৩ শিরোনামদেশের প্রথম মেট্রোরেলের চালক হবেন নোবিপ্রবির মরিয়ম আফিজা শিরোনামওয়াশিং মেসিনের ভেতরে মিলল শিশুর লাশ! শিরোনামতুরস্কের সীমানায় পৌঁছালো ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ শিরোনামওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শিরোনামমৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনামসন্তানের আগমনের অপেক্ষায় রাজ ও পরীমণি শিরোনামমাদককাণ্ডে ধরা পড়ে বাংলাদেশি কূটনৈতিক প্রত্যাহার ‘বিব্রতকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোনামনারীদের অন্তর্বাস তৈরি করতে ২ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ শিরোনাম১০ রানের জন্য সিরিজ হারের লজ্জা বাংলাদেশের শিরোনামকমলগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি শিরোনামবিএনপিকে সঙ্গে রাখলেও তাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না: নুর শিরোনামস্বজনদের চাপে ‘পদ্মা ও সেতু’র নাম বদলে রাখা হলো ইসলামিক নাম শিরোনামনামাজ পড়ার শর্তে ৩ বছরের জেল থেকে পরিত্রাণ শিরোনামরোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে পুলিশ আহত শিরোনামমাদককাণ্ডে ধরা পড়ে জাকার্তা থেকে ফেরত আসলেন বাংলাদেশি কূটনীতিক শিরোনামআলী আমজদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন শিরোনামচিরদিন আমি থাকবো না, কিন্তু অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী শিরোনামগ্রুপসেরা হয়ে ফাইনালে বাংলাদেশ শিরোনামকমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা শিরোনামএলপি গ্যাসের দাম কমেছে শিরোনামশেষ টি-টোয়েন্টির নেতৃত্ব মোসাদ্দেকের কাঁধে শিরোনামকর্মীরা চান হরতাল, ফখরুল বলেন, ‘আগে দখল করো’ শিরোনামযে কারণে শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ শিরোনামশুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র শিরোনামমাশরুম চাষ শিখতে বিদেশ যাবেন ৩০ কর্মকর্তা, ব্যয় হবে ১ কোটি ২০ লাখ শিরোনাম‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ শিরোনামএকমাসে সড়কে প্রাণ গেলো ১৯০ জন শিক্ষার্থীর শিরোনামশোকাবহ আগস্টের দ্বিতীয় দিন আজ শিরোনামসিআইএ-র হামলায় শীর্ষ জঙ্গী নেতার মৃত্যু শিরোনামদ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন শিরোনামকমলগঞ্জে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন শিরোনামজুলাই মাসেই সড়ক খাতে ক্ষতি ৬৫৩ কোটি টাকা, ৮৭১ প্রাণহানি শিরোনামচালু হলো কুসুমবাগের গ্যাস পাম্প শিরোনামবাড়ি থেকে পালানো দুই ছাত্রী ১১ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার শিরোনাম‘তারা নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক, আমাদের আপত্তি নাই’ শিরোনামগোপনে খবর পেয়ে সাপুড়িয়ার কাছ থেকে ৪টি সাপ উদ্ধার শিরোনামরাণীশংকৈলে চাঞ্চল্যকর শিশু নিহতের ঘটনা শিরোনামএমসির গণধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে নিতে উচ্চ আদালতে রিট শিরোনামবিশ্ববিদ্যালয়ের হল থেকে একের পর এক বেরিয়ে এলো সাপ! শিরোনামবৃষ্টিতে লুঙ্গি পরেই বানভাসিদের ঘর বাধার কাজে নামলেন তাসরিফ শিরোনামমৌলভীবাজারে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩ শিরোনামদেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা শিরোনামকুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা শিরোনামবিরল রেকর্ড করে সাকিবের পাশে নাম লেখালেন সোফি শিরোনামফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা শিরোনামহবিগঞ্জে ড্রেস ছাড়া স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি, বরখাস্ত শিক্ষিকা শিরোনাম‘মানুষ ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে ভয় করবে না’ শিরোনামপ্রেমিকাকে খুশি করতে এটিএম বুথে চুরির চেষ্টা! শিরোনাম‘বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে’ শিরোনামভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু, বাংলাদেশে শঙ্কা শিরোনামশুরু হলো বাঙালীর শোকের মাস আগস্ট শিরোনামচোট পাওয়ায় জিম্বাবুয়ে সফর শেষ সোহানের শিরোনামশাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল শিরোনামমৌলভীবাজারে মাদক নিয়ন্ত্রণে মহাপরিকল্পনা শিরোনামলোডশেডিংয়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল শিরোনামগুণী শিল্পী সমরজিৎ রায়ের জন্মদিন পহেলা আগস্ট শিরোনামচলতি বছরের সেপ্টেম্বরেই উদ্বোধন হবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের শিরোনামসমতায় ফেরার ম্যাচে টাইগারদের সামনে ১৩৬ রানের ছোট লক্ষ্য শিরোনামকুলাউড়ায় চোলাইমদসহ মাদক কারবারি আটক শিরোনামপুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি, আটক ২ শিরোনামএসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন শিরোনামছাত্রীনিবাসে পলিটেকনিক ছাত্রীর মরদেহ উদ্ধার শিরোনামমৌলভীবাজারের রোমানা বেগম, জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ভেনেজুয়েলা! শিরোনামঅষ্টম শ্রেণী পাসে আকিজ গ্রুপে চাকরির সুযোগ! শিরোনামমোসাদ্দেকের ঘূর্ণিতে ধুঁকছে জিম্বাবুয়ে শিরোনামমৌলভীবাজারে টিকটক লাইভ করে মরে গেলেন নরসুন্দর শিরোনামভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ১ জনের মৃত্যু, অর্ধশতাধিক আহত শিরোনামকুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু শিরোনামমৌলভীবাজারে বৃক্ষমেলার উদ্বোধন, চলবে ৬ আগষ্ট পর্যন্ত শিরোনামনয় বছর পর সিকৃবি ছাত্রলীগের কমিটি গঠন শিরোনামদুই ঘণ্টায় ১ ভোট, ঘুমিয়ে পড়লেন পোলিং অফিসার শিরোনাম১ বছরে আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ, ব্যয় ৬ কোটি শিরোনামসঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণ শিরোনামগাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু শিরোনামরেকর্ড অষ্টমবার কোপার শিরোপা ঘরে তোললো ব্রাজিল শিরোনামগুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু শিরোনামফের করোনায় আক্রান্ত বাইডেন শিরোনামমৌলভীবাজার পৌর এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার শিরোনামহার দিয়ে ক্যাপ্টেন্সি শুরু নুরুলের শিরোনামআড়াই বছরে রেলক্রসিংয়ে ১১৬ দুর্ঘটনায় ২১৯ জনের মৃত্যু শিরোনামকমলগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিরোনামএবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই! শিরোনামবাংলালিংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামমৌলভীবাজারে যন্ত্রসঙ্গীত উৎসবে সুরের মুর্ছনায় মাতলেন দর্শক শিরোনামঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী শিরোনামমক্কার রীতি ভেঙে কাবার গিলাফ পরিবর্তন হচ্ছে আজ শিরোনামকোম্পানিগঞ্জের আখলিমা বেগমের লাশ মিললো কুলাউড়ায় শিরোনামপাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা শিরোনামডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৫ জন শিরোনাম‘ভালো শিল্পীর সুর থাকতে হয়, ডিবিরও মনুষ্যত্ব থাকতে হয়’ শিরোনামনুরুলের বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে শিরোনামডিসেম্বরে উন্মুক্ত হবে বঙ্গবন্ধু টানেল শিরোনামদুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা শিরোনামনিরাপদ রেলে মৃত্যুর মিছিল ও রনির আন্দোলন শিরোনামকুলাউড়ায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার শিরোনামমৌলভীবাজারে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামন্টের ফাইনাল অনুষ্ঠিত শিরোনামকুলাউড়ায় মুসলিম প্রেমিকের হাত ধরে হিন্দু গৃহবধূর উধাও শিরোনাম২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিনশো আক্রান্ত, মৃত্যু ৩ শিরোনাম৭ মাসে অবহেলায় ১০৫২ টি দুর্ঘটনা, ১৭৮ প্রাণহানি শিরোনামটস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের শিরোনামবাংলাদেশেও প্রবেশ করতে পারে মাঙ্কিপক্স ভাইরাস শিরোনামএই বাস্তুচ্যুত নাগরিকরা আমাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে শিরোনামকেন্দ্রের নির্দেশনা না মেনে ফোন নিয়ে প্রবেশ শিক্ষার্থীদের শিরোনামপোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষক সম্মাননা শিরোনামযুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন শিরোনামটাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী শিরোনামমিরাজুলের হ্যাট্রিকে তুলোধোনো অবস্থায় হারলো মালদ্বীপ শিরোনাম‘গেটম্যান নামাজে ছিলেন’ : গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা শিরোনামবঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরা ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি শিরোনামআইএফআইসি ব্যাংকের আছিরগঞ্জ বাজার উপশাখার উদ্বোধন শিরোনামসাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের ডাক শিরোনামসিলেটের ১১ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি শিরোনামঅনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী? শিরোনামশাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যায় দু্ইজনের স্বীকারোক্তি শিরোনাম‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা শিরোনামনায়েক সফিকে পিপিএম পদক পড়িয়ে দিলেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ শিরোনামডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬৫ জন শিরোনামবাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা শিরোনামইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ইউক্রেনীয় নিহত: রাশিয়া শিরোনামট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু, ছিলেন না সিগন্যাল-লাইনম্যান শিরোনামআরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫ শিরোনামসেই প্রবাসী পরিবার রাতে বার্গার ও জুস খেয়ে ছিলো শিরোনামঢাকার লোকেরা সাদাসিধে হয়: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনামইভিএম বাতিল ও নিরপেক্ষ সরকার চায় গণফোরাম শিরোনামআরেক দফা বাড়লো স্বর্ণের দাম শিরোনাম২০৩৩ সালে পৃথিবীতে মঙ্গল গ্রহের পাথর নিয়ে আসতে চায় নাসা শিরোনামমৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের ২৮০৩ মুক্তিযোদ্ধা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড শিরোনামশ্রীলঙ্কা থেকে সরে গেলো এশিয়া কাপ শিরোনামনবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে ১৫দিন ধরে বাস চলাচল বন্ধ শিরোনামআবারও চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানি, চালক আটক শিরোনামআ.লীগের অভ্যন্তরীণ কোন্দলে নড়াইলে সাম্প্রদায়িক হামলা: বিএনপি শিরোনামপ্রতিপক্ষের ছাগল জবাই করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শিরোনামএবার ‘হাওয়া’ সিনেমা নিয়ে কথা বললেন অনন্ত জলিল শিরোনামডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে ডিবি শিরোনামএক বছরে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে বিএনপি শিরোনামওয়ান ব্যাংকে চাকরির সুযোগ শিরোনামতুর্কি থেকে গ্রিসে অনুপ্রবেশ: দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত শিরোনামআমাদের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনামপুলিশের গুলিতে মায়ের কোলেই ৯ মাসের শিশুর মৃত্যু শিরোনামসিলেটে যৌথ পরিবার টিকে থাকলেও নেই ঢাকায় শিরোনামদেশে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু-সংক্রমণ শিরোনামজীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী শিরোনামছাতকে বজ্রপাতে ১ জনের মৃত্যু শিরোনামফুটবল খেলা থেকে বাদ পড়তে পারে ‘হেড’ দেওয়া শিরোনামমাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ শিরোনামএই যুদ্ধ শুধু অস্ত্র উৎপাদনকারীদের লাভবান করছে শিরোনামদেশের বেশিরভাগ অবিবাহিত সিলেটে, ডিভোর্সে এগিয়ে রাজশাহী শিরোনামনেইমারকে ডেকেছেন স্প্যানিশ আদালত, হতে পারে জেলও শিরোনামঅনুমতি ছাড়া আর পুলিশের পোশাক পরবেন না হিরো আলম শিরোনামবৈদেশিক মুদ্রা অর্জনে মনোযোগী হতে হবে শিরোনামবিশ্ব হেপাটাইটিস দিবস আজ শিরোনামমানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামীর মৃত্যুদণ্ড শিরোনামমানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামীর মৃত্যুদণ্ড শিরোনামদুটি সিএনজি স্টেশন চালু হলেও মৌলভীবাজারে কমেনি সিএনজি-টমটম ভাড়া শিরোনামদারিদ্রতার দেয়াল ডিঙিয়ে বুয়েটে মৌলভীবাজারের মাহি শিরোনামশুক্রবার মৌলভীবাজারে হবে যন্ত্রসঙ্গীত উৎসব শিরোনামস্কুল মাঠে আ.লীগের সম্মেলন, বিব্রত শিক্ষামন্ত্রী