Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২২ জানুয়ারি ২০২৩

শাবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর  সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সজিব আহমেদ জয় ও গণিত বিভাগের সজিব আহমেদ তাহসিন।

ওসমান গণি বলেন, ‘ভর্তি ফি বাড়িয়ে গরিব দুঃখী ও সমাজের প্রান্তিক মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে পাঁয়তারা এবং সাম্রাজ্যবাদী চক্রান্ত সেটা বহাল রেখেছে। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি দ্বিগুণ করে শিক্ষার্থীদের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছে। যা কখনো কাম্য নয়।

তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিক পরিবারের। তাদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি হঠাৎ বাড়িয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘবের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০২০–২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮১০০ টাকা ছিল। তবে এবছর ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রায় দ্বিগুন বৃদ্ধি পেয়ে ১৫০০০ টাকা নেওয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ 

নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

Green Tea
সর্বশেষ