শাবিপ্রবি প্রতিনিধি
গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৬ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড- ২২ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ১০ম বার্ষিক কনফারেন্স অন রিসার্স ফাইন্ডিং শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় হাসন রাজা মিলনায়তন এ প্রতি অনুষদ থেকে একজন করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আলি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। এছাড়াও ভোট অব থ্যানক্স প্রদান করেন সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মনজুর রশীদ।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, অ্যাপলাইড সাইন্সেস অনুষদের সিভিল এন্ড এনভায়রোমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায়, ফিজিকাল সাইন্সেস অনুষদের পরিসংখান বিভাগের অধ্যাপক ড.মো. জামাল,সামজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেবক কুমার সাহা, লাইফ সাইন্স অনুষদের বায়োকেমিস্টরি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড.অজিত ঘোষ, এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্স অনুষদের সহোযোগী অধ্যাপক ড.মাহমুদা ইসলাম, ম্যানেজনেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের সহোযোগী অধ্যাপক আশরাফুল ফেরদৌস চৌধুরি।
আইনিউজ/সাগর হাসান শুভ্র/এইচকে
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩