Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

শাবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী। ছবি- আই নিউজ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী। ছবি- আই নিউজ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি)  সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় এর পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যম এ কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে ১০টা ২৫ মিনিট  আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মতো কর্মসূচিও পালন করা হয়।

এ সময় বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড.মো.খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.কবির হোসেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে বলেন, শাবিপ্রবি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে বিশ্বমানের উন্নতি করতে সকলে সহোযাগিতা করে যাচ্ছেন। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
এ সময় আরও উপিস্থত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন,দপ্তর প্রদান,প্রক্টর,হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ,কর্মকর্তা ও কর্মচারীরা। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ