Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

কুবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে "বিদেশে উচ্চ শিক্ষা : প্রেক্ষিত কানাডা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র পরামর্শক নির্দেশনা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ম্যামোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ডের পিএইচডি ক্যান্ডিডেট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক  নাদিয়া সারওয়ার। 

অনুষ্ঠানে ড. মোহা. হাবিবুর রহমান বলেন, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা বিদেশে উচ্চ শিক্ষা নিতে চান। কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে যথাযথভাবে আবেদন করতে পারছেন না। তাই এই সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষারক্ষেত্রে শিক্ষার্থীরা যেন আরেকটু আগ্রহী হয় পাশাপাশি প্রক্রিয়াগুলো সম্পর্কে যেন সুস্পষ্ট ধারণা পায় তাই এই আয়োজন।

এসময় আলোচক নাদিয়া সারওয়ার কানাডায় উচ্চ শিক্ষারক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ তুলে ধরেন। সবশেষ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি টানা হয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফাখেরা নওশীন, তারিন বিনতে এনামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Green Tea
সর্বশেষ