Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

সিলেট বিভাগে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

সিলেট বিভাগের জন্য প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ  (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) রেজওয়ান হায়াত সাক্ষরিত এক বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করে এ খবর জানানো হয়। একইদিন রংপুর ও বরিশাল বিভাগের জন্যও সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে ওই পদে নিয়োগের কথা বলা হয়েছে। কতগুলো শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ বলেন, ‘আমরা আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এরপর এক সপ্তাহ পর আরেকটি এবং এর পরের সপ্তাহে আরেকটি বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

‘আমরা বুয়েটের সাথে আলোচনা করেছি। আলোচনা অনুযায়ী আমরা এখন বিভাগভিত্তিক নিয়োগ দিব। এজন্যই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।’ যোগ করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়