Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১ মার্চ ২০২৩

শাবিপ্রবির সিইই বিভাগের রজতজয়ন্তী উৎসব শুরু ২ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল (সিইই) বিভাগের রজতজয়ন্তী উদযাপন উৎসব শুরু হচ্ছে আগামীকাল ২ মার্চ। আগামী ২ থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব।

আজ বুধবার (১ মার্চ) বিকালে বিভাগের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম দিন জাতীয় প্রতিযোগিতা ‘এক্সসিইইডি ২০২৩’ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন বিভাগের পুনর্মিলনী অনুষ্টিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর সভাপতি ইঞ্জি. মো. আব্দুস সবুর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ইমেরিটাস অধ্যাপক ড. শামীম জেড. বোসুনিয়া।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়