খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবিতে লিবারেল মাইন্ডস`র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আনোয়ার আজম, নয়ন মিয়া ও আবির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সভাপতি, সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর সাড়ে ২ টায় প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা হাবিবুর রহমান শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার আজম, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোজাম্মেল হোসেন (আবির) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নয়ন মিয়া ।
নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম তারেক, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. আবুল হায়াৎ, শারমিন সুলতানা, রেনেসাঁ আহমেদ সায়মা, নুসরাত জাহান নিমনী , প্রভাষক তারিন বিনতে এনাম, কাজী ফাখেরা নওশীনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন,
কমিশনারগণ, স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থী সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগে এই প্রথমবারের মতো সংগঠনের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩