Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ৮ মার্চ ২০২৩

ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের তিন নেতাদের মারধরের ঘটনার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (৮ই মার্চ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন। 

এসময় তারা দোষীদের দ্রুত গ্রেফতার এবং প্রক্টরের পদত্যাগ দাবি জানান। 

এ সময় তারা স্লোগান দে, 'সুষ্ঠু বিচার করিয়ে দে, না হয় গদি ছাড়ায় দে', 'প্রক্টরের দূর্নীতি মানিনা না মানব না', 'প্রক্টরের কালো হাত ভেঙে দাও, এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ চাই' আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই'। 

এর আগে দুপুরে বুধবার (৮ই মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিনের দোকানে সামনে ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি,  হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি বিপ্লব চন্দ্র দাস, ইকবাল, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন কর্মী। 

এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়