Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ১৫ মার্চ ২০২৩
আপডেট: ২০:৪০, ১৫ মার্চ ২০২৩

কুবিতে বন্ধু`র দুইদিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন

সচেতনতা ক্যাম্পেইন

সচেতনতা ক্যাম্পেইন

বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন 'বন্ধু' দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি সচেতনতা এবং জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ১৪ ও ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

বন্ধু স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর ৯ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি টেস্ট এবং প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে । এবার প্রায় ৪০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রায় ১০০ জনের হেপাটাইটিস-বি স্ক্যানিং এবং জরায়ু মুখের ক্যান্সার ভ্যাকসিন ১০ জনের ভ্য্যাক্সিন সম্পন্ন  হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মারুফ  বলেন,

২০১৩ সালের ২৯ শে অক্টোবর 'বন্ধু' কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। সবার সহযোগিতায় আমরা প্রায় ১০ হাজার ব্যাগ রক্তদান করেছি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার এবং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Green Tea
সর্বশেষ