Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ২৩ মার্চ ২০২৩

শাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শারীরিক শিক্ষা অধিদপ্তর কর্র্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছেলেদের মধ্যে পরিসংখ্যান বিভাগ ও মেয়েদের লোকপ্রশাসন বিভাগ। 

বুধবার (২২ মার্চ) বিকাল পৌনে ৩টায় মেয়েদের ও বিকাল ৪টায় ছেলেদের খেলা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মাঠে অনুষ্ঠিত হয়। ছেলেদের ফাইনালে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে পলিটিকাল স্টাডিজ বিভাগকে ৪-৩ ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরিসংখ্যান বিভাগ। আর মেয়েদের বাংলা বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লোকপ্রশাসন বিভাগ। 

এ সময় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন খেলাধূলা বিষয়ক উপকমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আমেনা পারভিন। আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, প্রক্টর অধ্যাপক  ড.কামরুজ্জামান চৌধুরি ও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরি সউধ বিন আম্বিয়া।

সুষ্ঠুভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে জানিয়ে শারীরিক শিক্ষা অধিদফতরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া বলেন, খুব সুন্দরভাবে খেলা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় অনেকদিন পর আমরা ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, মার্চ মাসের ৯ তারিখ থেকে খেলা শুরু হয়। এতে ছেলেদের ২৮টি ও মেয়েদের ৬ টি দল অংশগ্রহন করে। মেয়েরা এবারই প্রথম ফুটবল খেলায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়