শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ঢাকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নতুন কমিটির নির্বাচিত সভাপতি-সম্পাদক। ছবি- আই নিউজ
দেশের রাজধানী ঢাকা জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন সংগঠন (ডিএসএ) ১ম কার্যনির্বাহী কমিটি (আংশিক) প্রকাশ করা হয়েছে।
এতে রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (৩১মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কেফেটেরিয়ায় “ইফতার মাহফিল” অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোস্তফা সাজ্জন, সহ-সভাপতি আরাফাত মল্লিক ইমন ও আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরা সাদিয়া ও মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিন মাহমুদ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, কোষাধ্যক্ষ আজিজুল হক মিশকাত, উপ-কোষাধ্যক্ষ খাদিজা জেমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক সংগঠনটির উপদেষ্টা আইপিই বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল ও একই বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ হাসান, সিইপি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আকতার।
অবশেষে সহকারী অধ্যাপক জাহিদ হাসান ও অধ্যাপক মোহাম্মদ ইকবাল সবসময় “ঢাকা স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট” এর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সুন্দর পথ চলার আহবান জানান।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- কেন পড়ব সমাজকর্ম?
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার