Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২ এপ্রিল ২০২৩

শাবিতে খোয়াই বন্ধনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন খোয়াই বন্ধনের 'নবীন বরণ ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মসূচিতে ২০২১-২২ সেশনের নবীন শিক্ষার্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে।

এ সময় নবীনদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে সংগঠনটির পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে খোয়াই বন্ধনের সভাপতি আরমান হুসাইনের সভাপতিত্বে ও নাজমুল হুদার  সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, সিলেটস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে খোয়াই বন্ধন ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ