Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ৭ এপ্রিল ২০২৩

শাবির বিশেষ চাহিদা সম্পন্ন চারজন ছাত্রীকে ঈদ উপহার প্রদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত চার ছাত্রীকে ঈদউ পহার সামগ্রী তুলে দিয়েছেন প্রাধ্যক্ষ জোবেদা কনক খান। 

বৃহস্পতিবার(৬ এপ্রিল) বিকেলে হলের প্রাধ্যক্ষের কক্ষে এসব উপহার তুলে দেয়া হয়।

ছাত্রীদের হাতে তুলে দেয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে একসেট জামা, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক কেজি পাউডার দুধ, মসলা, খেজুর, নুডুলস ও বিস্কুট।

উপহার পাওয়া এক শিক্ষার্থী জানান, আমি হলে উঠলাম গতবছর। ক্যাম্পাসে হল প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ আগে নেয়া হয়েছে বলে শুনিনি। উপহার পেয়ে ভাল লেগেছে। ঈদের আনন্দের স্বাদ বেড়ে গেছে এখন।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান জানান, আমাদের হলে বিশেষ চাহিদা সম্পন্ন চারজন ছাত্রী থাকেন। ছাত্রীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ