Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৮, ১২ এপ্রিল ২০২৩

এমসি কলেজের অধ্যক্ষ হলেন আবুল আনাম মো. রিয়াজ

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।

আজ বুধবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) কাজি মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ ও এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। প্রফেসর রিয়াজ ১৪ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা।

নবনিযুক্ত অধ্যক্ষ আই নিউজকে বলেন, ‘এমসি কলেজ দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরুদায়িত্ব নিতে যাচ্ছি। কলেজটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।’

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ