Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৪, ২ মে ২০২৩

শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লায়লা আশরাফুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর করেন ওই অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড.দিলারারহমান।

এ বিষয়ে নতুন ডিন লায়লা আশরাফুন বলেন, 'আজ (রোববার) সকালে ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে ও কাজ করব।'

এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এর আগে অধ্যাপক লায়লা আশরাফুন সমাজবিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ