সাগর শুভ্র, শাবিপ্রবি
আপডেট: ১৬:২২, ৬ মে ২০২৩
ঢাবির ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯৪.৭ শতাংশ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ
সিলেটের শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় খ ইউনিট এর অর্ন্তভূক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা সস্পন্ন হয়েছে। এতে শাবিপ্রবির বিভাগীয় উপকেন্দ্র্রে উপস্থিত ছিলেন ৯৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী।
আজ শনিবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান।
তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় ১ হাজার ৭৫১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯৪.৫৭ শতাংশ।
এর আগে ১১ টায় শিক্ষা ভবন ‘এ’ এর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩