Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ১৭ মে ২০২৩

মধ্যরাতে হঠাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আগুন

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭ নং কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭ নং কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার  দিবাগত (১৭ মে) রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা জানালা ভেঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭ নং কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি রিসার্চ ল্যাবরেটরি ছিল। এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এতে কক্ষের শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও চেয়ার- টেবিল ও আরো অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগুন কক্ষের মধ্যেই ছিল।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ