Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ মে ২০২৩

শাবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে তৎপর প্রশাসন

আগামী ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে গুচ্ছভূক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় যে কোন ধরণের জালিয়াতি রুখতে তৎপর রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৮ মে) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা পরিচালনায় গঠিত শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.কামরুজ্জামান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৮ তারিখ হতেআগামী ৪ জুন পর্যন্ত হলের ভিতরে বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোথাও যেকোন প্রকার মডেলটেস্ট গ্রহন বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত গ্রুপভিত্তিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২০মে ‘বি’ইউনিট (মানবিক) ২৭মে ‘সি’ ইউনিট(ব্যাবসা) ও ৩জুন ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়