Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

জার্মান সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ মে ২০২৩

জার্মানিতে সাবেক সাস্টিয়ানদের পুনর্মিলনী ৩ ও ৪ জুন

জার্মানির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রাণের সংগঠন সাস্টিয়ান-জি ই এর উদ্যোগে দুই দিনব্যাপী পুনর্মিলনী আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে। 

আল্পস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ জার্মানির বাডেন ভুটেমবার্গ স্টেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শহর স্টুটগার্টকে এই মিলনমেলার স্থান নির্ধারণ করা হয়।

‘সাস্টিয়ান রি ইউনিয়ন -২০২৩’ ব্যানারে জার্মানির মাটিতে তৃতীয়বারের মতো এই মিলনমেলায় অংশ নেবে দেশটির নানা প্রান্তে অবস্থানরত প্রায় দেড় শতাধিক সাবেক সাস্টিয়ান।

এ প্রসঙ্গে ইভেন্টের প্রধান আয়োজক গোলাম হাফিজ খান বলেন, জার্মানির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত সাস্টিয়ানদের মধ্যে আত্মিক বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য। আয়োজনের অংশ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতি পর্ব, ক্যাম্পাসের স্মৃতিচারণপর্ব এবং দেশীয় পরিবেশে খাবার পরিবেশন।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়