Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

খালেদুল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ৩০ জুন ২০২৩

পুসাস কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম শিলখালী ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব শিলখালী (পুসাস) কর্তৃক প্রথম বারের মতো  আয়োজন করা হয়েছে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান । 

৩০  জুন সকাল ১০ টায় বারবাকিয়া ওয়ারেসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে হুসাম উদ্দিন ও আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। 

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাত আরার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞানী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  মুহাম্মদ  মুরাদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের সহকারী অধ্যাপক মো. আবদুল করিম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ।

নবীনদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধান অতিথি, ড.  মুহাম্মদ  মুরাদ ক‍্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নবীনদের কে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, 

নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে, বিশ্ব জয়ের স্বপ্ন দেখাতে এরকম সংগঠন শুধু ছোট্ট ইউনিয়ন শিলখালীতে নয়, সারা বাংলাদেশে হওয়া উচিত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়