Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ৯ জুলাই ২০২৩

খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে যে ৫ নির্দেশনা 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঈদুল আজহার বেশ লম্বা একটা ছুটির পর আজ থেকে খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ রোববার (৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে।

গত ১৪ দিন ধরে বন্ধ থাকার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে ঝুঁকি রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে ডেঙ্গুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

নির্দেশনাগুলো হলো—

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীরদের অবহিত করতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়