Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ জুলাই ২০২৩

শাবিতে দিক থিয়েটারের উদ্যোগে ‘থিয়েটার আড্ডা’ অনুষ্ঠিত

থিয়েটারের উদ্যোগে আয়োজিত ‘থিয়েটার আড্ডা।’ ছবি- আই নিউজ

থিয়েটারের উদ্যোগে আয়োজিত ‘থিয়েটার আড্ডা।’ ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে ‘থিয়েটার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্য পরিষদের দলগুলোর অংশগ্রহণে এ আড্ডার আয়োজন করা হয়।

আড্ডায় অংশ নেন সম্মিলিত  নাট্যপরিষদের সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, পরিচালক অর্ধেন্দু দাশ ও সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,  যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময় ও অর্থ সম্পাদক অচিন্ত্য কুমার দে অমিত।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন নিরঞ্জন দে যাদু, খোয়াজ রহিম সবুজ, শাসুল বাছিত শেরো, নিলাঞ্জন দাস টুকু, কামরুল হক জুয়েল, ধ্রুবজ্যোতি দে সহ সম্মিলিত নাট্যপরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন দলসমূহের কর্মীবৃন্দ।

আড্ডায় অতিথিরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সেইসাথে থিয়েটারে চলমান সংকট থেকে উত্তরণের বিষয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন উপস্থিত নাট্যজনেরা।

শাবির দিক থিয়েটারের নেতারা বলেন, ‘দিক থিয়েটার বিশ্বাস করে, যারা থিয়েটার মাধ্যমটিতে কাজ করে, যারা নাটকের মাধ্যমে আমাদের কথা বলতে চায়, তাদের প্রত্যেকের সমস্যা ও সম্ভাবনার জায়গাটি একই। তাই থিয়েটারের মানুষদের পারস্পারিক চিন্তার আদানপ্রদান ও সমস্যা সমাধানের জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়াটা খুবই জরুরী।’ থিয়েটার আড্ডা’ 

তারা আরও বলেন, ‘দিক থিয়েটার বরাবরই চেয়েছে সকল বন্ধু সংগঠনের সাথে এই সহযোগীতামূলক সম্পর্কের জায়গা বজায় রাখতে ও বন্ধু সংগঠনগুলোর প্রয়োজনে পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় এ থিয়েটার আড্ডার আয়োজন।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়