Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ২৮ জুলাই ২০২৩
আপডেট: ১৭:০০, ২৮ জুলাই ২০২৩

শাবিতে শিকড়ের নেতৃত্বে আলী-মাশরুপ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ‘শিকড়’ এর ২৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ফরেস্ট্রি এন্ড এনভায়রোমেন্টাল সাইন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলীকে সভাপতি ও জিওগ্রাফি এন্ড এনভায়রোমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের মাশরুপ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সুজন কুমার নাহা, সহ সাধারণ সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত, কোষাধ্যক্ষ ইসরাত জাহান দৃষ্টি, সাংগঠনিক সম্পাদক নাফিউম আলম পূর্ণ, সহ সাংগঠনিক সম্পাদক অনিক দেবনাথ, দপ্তর সম্পাদক রিপন সেন, সহদপ্তর সম্পাদক সাদমান মোতাস্সিম ইফাদ, আলোকসজ্জা সম্পাদক মোকাররম হোসাইন, সহ আলোকসজ্জা সম্পাদক সিফাত রহমান, সঙ্গীত ও নৃত্যকলা সম্পাদক অনসূয়া আচার্য্য, সঙ্গীত সহসম্পাদক সম্বিতা মল্লিক, নৃত্যকলা সহসম্পাদক সাদিয়া ইসলাম হৃদি, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক আফরোজা আক্তার, আবৃত্তি সহসম্পাদক অর্পা মোদক, নাট্যকলা সম্পাদক শাহরিয়ার আলভী, নাট্যকলা সহসম্পাদক জুবাইদ আহমেদ, চিত্রকলা সম্পাদক পূজা রায় রেখা, সহ চিত্রকলা সম্পাদক প্রত্যাশা হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকলাইন নিয়াম, প্রকাশনা সহসম্পাদক গৌর গোপাল তালুকদার, প্রচার সম্পাদক,পারমিতা রায় ও সহপ্রচার সম্পাদক মুক্তা সাহা মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসাবে রিঙ্কু দেবনাথ ও বহ্নি পরশ শ্রাবণী মনোনীত হয়েছেন।

নতুন এই কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন, শিখড় এর উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও স্থাপত্য বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাস।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়