শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো
‘এমবিএ ইন ফ্যামিলি বিজনেজ ম্যানেজমেন্টে’ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এমবিএ ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট এ প্রোগ্রামে প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবভন ‘ই’ এর ৮ টি কক্ষে এই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। কোর্সের প্রজেক্ট ম্যানেজার জিএম রবিউল ইসলাম বলেন, আজকের ভর্তি পরিক্ষা শাবির শিক্ষাভবন ‘ই’ এর ৮ টি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষা সাড়ে ১১ টায় শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়। ৪০ টি আসনের বিপরীতে ২৫০ জন শিক্ষার্থী আবেদন করে। কিন্তু পরিক্ষায় অংশগ্রহন করে মোট আবেদনের ৯৮ শতাংশ।
সকাল সাড়ে ১১ টায় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, কোর্স ফিন্যান্স ম্যানেজার অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও কোর্স প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক জিএম রবিউল ইসলাম।
উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়ানের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে বাংলাদেশে প্রথম বারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেসে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা