Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৩১ জুলাই ২০২৩

শাবির ছাত্রহলে বিশেষায়িত কক্ষের উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের জন্য বিশেষায়িত একটি কক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) সকালে কক্ষটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু সাঈদ আরফিন খান প্রমুখ।

প্রাধ্যক্ষ আবু সাঈদ আরফিন খান বলেন, ‘হলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) হলের ১২৬ নম্বর কক্ষ বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের থাকার জন্য উদ্বোধন করা হয়েছে। তাদের জন্য একটি আধুনিক ওয়াশরুম ও সহজ যাতায়াতের জন্য একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে।’ তিনি জানান, বর্তমানে ওই কক্ষে  বিশেষ চাহিদাসম্পন্ন একজন শিক্ষার্থী থাকছেন।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়